scorecardresearch
 

India ODI Coach: দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বদল! দ্রাবিড়ের বদলে এলেন নতুন কোচ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজের আগে বড় খবর। সিরিজের কোচিংয়ের দায়িত্বে থাকছেন না রাহুল দ্রাবিড়। তাঁর জায়গায় সেই দায়িত্ব সামলাবেন জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গে যুক্ত সীতাংশু কোটক। তিনিই টিম ইন্ডিয়ার নতুন কোচ।

Advertisement
টিম ইন্ডিয়ার নতুন কোচ টিম ইন্ডিয়ার নতুন কোচ
হাইলাইটস
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজের আগে বড় খবর। সিরিজের কোচিংয়ের দায়িত্বে থাকছেন না রাহুল দ্রাবিড়।
  • তাঁর জায়গায় সেই দায়িত্ব সামলাবেন জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গে যুক্ত সীতাংশু কোটক। তিনিই টিম ইন্ডিয়ার নতুন কোচ।
  • তিনটি ওয়ানডে ম্যাচের কোনওটিতেই থাকছেন না রাহুল দ্রাবিড় ও তাঁর কোচিং টিম। তার সীতাংশু কোটক ও জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) সদস্যরা টিম ইন্ডিয়ার কোচিং করাবেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজের আগে বড় খবর। সিরিজের কোচিংয়ের দায়িত্বে থাকছেন না রাহুল দ্রাবিড়। তাঁর জায়গায় সেই দায়িত্ব সামলাবেন জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গে যুক্ত সীতাংশু কোটক। তিনিই টিম ইন্ডিয়ার নতুন কোচ।

'ক্রিকবাজ'-এর প্রতিবেদন অনুযায়ী, তিনটি ওয়ানডে ম্যাচের কোনওটিতেই থাকছেন না রাহুল দ্রাবিড় ও তাঁর কোচিং টিম। তার সীতাংশু কোটক ও জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) সদস্যরা টিম ইন্ডিয়ার কোচিং করাবেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কোচিংয়ের দায়িত্ব নেন ভিভিএস লক্ষ্মণ। বোলিং কোচিংয়ে সাইরাজ বাহুতুলে ছিলেন।

আরও পড়ুন

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, কোটক ছাড়াও অজয় রাত্রা ফিল্ডিং কোচ হিসাবে থাকবেন। বোলিং কোচ হবেন এনসিএ-র সঙ্গে যুক্ত রাজীব দত্ত। রবিবার জোহানেসবার্গে প্রথম ওডিআই ছাড়াও, বাকি দু'টি ওয়ানডেতেও টিম ইন্ডিয়ার দায়িত্বে তাঁরা। 

টেস্টেই নজর দ্রাবিড়ের?
ওয়াকিবহাল মহলের মতে, আপাতত 'লং ফরম্যাটে'ই মনোনিবেশ করতে চান রাহুল দ্রাবিড়। আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে এবং ৩ জানুয়ারি থেকে কেপটাউনের নিউল্যান্ডসে দু'টি টেস্ট ম্যাচ রয়েছে। ওডিআই ম্যাচে কোচিং ছেড়ে দেওয়ার একটাই মানে দাঁড়াচ্ছে। সেটি হল, দ্রাবিড়ের আপাতত সম্পূর্ণ নজর টেস্ট সিরিজের দিকে। টেস্ট ম্যাচে আরও ভাল পারফরম্যান্সের মাধ্যমে যাতে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভাল স্থান পায়, সেদিকেই তাঁর নজর।

রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া যেকোনও মূল্যে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে চায়। এর আগে ভারত তা কখনই করতে পারেনি। টিম ইন্ডিয়া ২০২১-২২ সালে শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জেতে। কিন্তু পরের দু'টি টেস্টে হেরে যায় ভারত। 

Advertisement