Team India New Coach: টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ কি কোনও বিদেশি প্রাক্তন প্লেয়ার? নাকি ভারতেরই কোনও কিংবদন্তী এবার কোহলি-পান্ডিয়াদের পথ দেখাবেন? BCCI-এর পরিকল্পনা অবশ্য সেটাই বলছে। জানা যাচ্ছে গৌতম গম্ভীর- বীরেন্দ্র সেওয়াগও দৌড়ে আছেন।
আগামী মাসে রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ খেলতে নামবে ভারত। এরপর ভারতীয় দলে বড় পরিবর্তন আসতে পারে। মেয়াদ শেষ হচ্ছে বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। তাঁর জায়গায় আসতে পারেন নতুন কোচ। এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
কিন্তু এরই মধ্যে বেরিয়ে আসছে একটি বড় খবর। এবার ভারতীয় দলের নতুন প্রধান কোচ করা হতে পারে কোনও একজন বিদেশিকে। এর জন্য ভারতীয় বোর্ড প্রাক্তন অস্ট্রেলিয়ান প্লেয়ার টম মুডি এবং নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং সহ কয়েকজন খেলোয়াড়ের সাথে কথা বলেছে।
গোপন খবর!
নাম প্রকাশ না করার শর্তে BCCI-এর একটি সিনিয়র সূত্র একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন। ভারতীয় দলের নতুন কোচের দৌড়ে প্রাক্তন ভারতীয় কিংবদন্তি গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগ, ভিভিএস লক্ষ্মণের নামও রয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়ার কিংবদন্তি জাস্টিন ল্যাঙ্গারের নামও রয়েছে এই তালিকায়।
তবে তিনি আজতককে এটাও জানিয়েছেন যে, 'এবার একজন বিদেশি অভিজ্ঞকে ভারতীয় দলের নতুন কোচ করা হতে পারে। ইতিমধ্যেই টম মুডি এবং স্টিফেন ফ্লেমিং সহ কয়েকজন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। ফ্লেমিং-এর সুযোগটাই বেশি বলে মনে হচ্ছে। তবে তিনি এই পদের জন্য আবেদন করার পরেই বিষয়টি এগোতে পারে।'
আবেদনের শেষ তারিখ ২৭ মে
বিসিসিআই সোমবার (১৩ মে) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন প্রধান কোচের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। বর্তমানে ভারতীয় দলের কোচের পদে রয়েছেন রাহুল দ্রাবিড়। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কে কোচ হিসেবে নিয়োগ করেছিল বিসিসিআই। আগামী জুনে তাঁর মেয়াদ শেষ। সেই কারণেই নতুন হেড কোচ খোঁজার তোরজোড়।