scorecardresearch
 

ICC World Cup 2023: ভারত VS নিউজিল্যান্ড ম্যাচের আগে বিরাটদের জন্য শুভেচ্ছো, জার্মান বিশ্বকাপার বললেন...

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচের আগে সুদূর জার্মানি থেকেও রোহিত শর্মাদের জন্য ভেসে এল শুভেচ্ছাবার্তা ৷ বিখ্যাত জার্মান ফুটবলার থমাস মুলার, বিরাট কোহলিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভারতীয় দলের জার্সি পরে টিম ইন্ডিয়াকে ভিডিও শুভেচ্ছাবার্তাও পাঠালেন ৷

Advertisement
টমাস মুলার ও বিরাট কোহলি টমাস মুলার ও বিরাট কোহলি

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচের আগে সুদূর জার্মানি থেকেও রোহিত শর্মাদের জন্য ভেসে এল শুভেচ্ছাবার্তা ৷ বিখ্যাত জার্মান ফুটবলার থমাস মুলার, বিরাট কোহলিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভারতীয় দলের জার্সি পরে টিম ইন্ডিয়াকে ভিডিও শুভেচ্ছাবার্তাও পাঠালেন ৷

ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি গিফট হিসেবে মুলারকে ভারতীয় দলের জার্সি উপহার দেন। আর সেই উপহার নিয়ে টিম ইন্ডিয়াকে বার্তা দিলেন বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার। তিনি এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'এই দেখো বিরাট কোহলি। শার্টটির জন্য অনেক ধন্যবাদ। বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়াকে অনেক শুভেচ্ছা।' গতবারের বিশ্বকাপে সেমিফাইনালে গিয়েও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে এবার দারুণ ছন্দে ভারতীয় দল। টুর্নামেন্টের বাকি সব দলকেই হারিয়েছেন রোহিত শর্মারা। তবু নক আউট পর্বের আগে সতর্ক তাঁরা। কারণ, এই পর্বে হার মানেই বিদায়।

গ্রুপ পর্বের নয় ম্যাচে যে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া তাতে ভালো কিছু আশা করাই যায়। তবে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের চিন্তা আইসিসি ইভেন্টে নক আউট পর্বে টিম ইন্ডিয়ার ব্যর্থতা। ভারতীয় দলের ক্যাপ্টেন বলেন, 'অতীতের ঘটনা শুধু আপনাদেরই মাথায় রয়েছে। আমি মনে করি না গত বিশ্বকাপে কী ঘাটেছে তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন রয়েছে। ১৯৮৩ সালে যখন ভারত বিশ্বকাপ জিতেছিল, তখন আমরা জন্মাইনি। দলের অর্ধেকে ২০১১ বিশ্বকাপ জেতার আগে ক্রিকেট খেলেনি। আমি কখনও দেখিনি এই দলের কেউ অতীতের বিশ্বকাপ জেতা নিয়ে কথা বলছে। ফোকাস একটাই। আরও ভালো কী করে করতে পারি। আরও উন্নতি কী ভাবে সম্ভব। এটাই এই দলের মাধুর্য। প্রথম ম্য়াচ থেকেই আমাদের লক্ষ্য় ছিল ম্য়াচ ধরে ধরে খেলা ও জেতা।'

Advertisement

তবে বিশ্বকাপ জিততে যে কিছুটা হলেও ভাগ্যের সাহায্য দরকার তা মানছেন রোহিত। রোহিত বলেন, ‘সেমিফাইনালের মতো ম্যাচে একটু ভাগ্যের সাহায্য দরকার। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করব। আশা করি ভাগ্য সাহসীদের সঙ্গ দেবে।’    

আরও পড়ুন

Advertisement