scorecardresearch
 

IPL 2024: নিলামের পরেও ভাগ্য সহায় হবে? IPL ট্রান্সফার উইন্ডো সম্পর্কে যা জানা জরুরি

এ ক্ষেত্রে অবিক্রিত প্লেয়ারদের ক্ষেত্রে কী হবে? নিলামের পরেই আইপিএল-এর ট্রান্সফার বিড খুলে গিয়েছে। নিলামের আগে ট্রান্সফার বিডের মাধ্যমে একাধিক কেনাবেচা হয়েছে। যার নির্যাস, গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্স যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিককে অধিনায়কও ঘোষণা কর দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement
রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া
হাইলাইটস
  • মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত ও বুমরাহ
  • প্লেয়ারদের ট্রেড কীভাবে হয়?
  • ট্রান্সফার বা ট্রেডিং বিড কত দিন খোলা থাকতে পারে?

IPL Players Trades Rules: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) অধীর অপেক্ষায় রয়েছে আপামর ক্রিকেটপ্রেমী। মঙ্গলবার অর্থাত্‍ ১৯ ডিসেম্বর মিনি অকশন (IPL Auction 2024) হয়ে গিয়েছে। ১০টি দল ৭২ জন প্লেয়ারকে কিনেছে। ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে।

এ ক্ষেত্রে অবিক্রিত প্লেয়ারদের ক্ষেত্রে কী হবে? নিলামের পরেই আইপিএল-এর ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে। নিলামের আগে ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে একাধিক কেনাবেচা হয়েছে। যার নির্যাস, গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্স যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিককে অধিনায়কও ঘোষণা কর দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত ও বুমরাহ

আরও পড়ুন

বড় অঙ্কে হার্দিক পান্ডিয়াকে কিনে মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মার জায়গায় অধিনায়ক করে দিয়েছে হার্দিককে। এই ঘটনায় রোহিত ক্ষুব্ধ বলে সূত্রের খবর। অন্যদিকে বুমরাহও দলের ম্যানেজমেন্টের উপর ক্ষুব্ধ।

রোহিত ও বুমরাহ ছাড়াও একাধিক প্লেয়ারকে নিয়ে ট্রেড হতে পারে। এখন প্রশ্ন হল, কীভাবে হবে এই ট্রেডিং?

প্লেয়ারদের ট্রেড কীভাবে হয়?

ট্রান্সফার বিডের মাধ্যমে কোনও প্লেয়ার চাইলে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। একেই ট্রেড বলে। দুভাবে ট্রেডিং হয়। প্রথম ডিল হল, নগদ টাকায় কোনও ফ্র্যাঞ্চাইজির থেকে প্লেয়ার কিনে নেওয়া। দ্বিতীয় হল, প্লেয়ারের বদলে প্লেয়ার।

ট্রান্সফার বা ট্রেডিং বিড কত দিন খোলা থাকতে পারে?

নিয়ম অনুযায়ী, IPL-এর একটি সিজন শেষ হওয়ার পর একমাস পরেই ট্রান্সফার বিড খুলে যায়। পরবর্তী সিজনের নিলাম পর্যন্ত খোলা থাকে। তারপর নিলামের পরে ফের এই উইন্ডো খোলে। পরের IPL সিজনের নিলাম পর্যন্ত খোলা থাকে। ২০০৯ সালে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। এবছর এই প্রক্রিয়া আপাতত IPL 2024 সিজন পর্যন্ত খোলা থাকবে। 

Advertisement

TAGS:
Advertisement