scorecardresearch
 

ICC World Cup 2023: আবারও বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যাবে সচিনকে, কেন?

বিশ্বকাপ শুরু হচ্ছে কাল থেকেই। আর সেই বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে ঢুকবেন মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর। আগামিকাল ম্যাচ শুরু হওয়ার আগে কাপ নিয়ে মাঠে ঢোকার কথা তাঁর। এ বারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আমেদাবাদে। সেই ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড।

Advertisement
বিশ্বকাপ হাতে মাঠে ঢুকবেন সচিন বিশ্বকাপ হাতে মাঠে ঢুকবেন সচিন

বিশ্বকাপ শুরু হচ্ছে কাল থেকেই। আর সেই বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে ঢুকবেন মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর। আগামিকাল ম্যাচ শুরু হওয়ার আগে কাপ নিয়ে মাঠে ঢোকার কথা তাঁর। এ বারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আমেদাবাদে। সেই ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড।


২০১১ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সেই সময়ই শেষবার বিশ্বকাপ হাতে তুলে নিয়েছিলেন দলের অন্যতম সদস্য সচিন তেন্ডুলকর। আর এবার ফের ভারতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। আবারও সেই ট্রফি হাতে দেখা যাবে তাঁকে। কেরিয়ারে ছ’টি ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন সচিন। অবশেষে ২০১১ সালে পেয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। আইসিসিকে দেওয়া বিবৃতিতে সচিন তেন্ডুলকর বলেন, ‘১৯৮৭ বিশ্বকাপে বল বয় থেকে দেশের হয়ে ছয়টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছি। তাই বিশ্বকাপ আমার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। ২০১১ সালে বিশ্বকাপ জয় আমার ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত।’


এবারেও ফেবারিট হিসেবে ধরা হচ্ছে রোহিত শর্মার ভারতীয় দলকে। একে ঘরের মাঠে খেলা, তার উপর আবার সাম্প্রতিক ফর্ম। সচিনও এগিয়ে রাখছেন টিম ইন্ডিয়াকে। সচিন বলেন, ‘বিশ্বের সেরা দলগুলি খেলতে নামবে বিশ্বকাপে। দারুণ একটা টুর্নামেন্ট দেখার অপেক্ষায় রয়েছি।‘ শুধু তাই নয়, বিশ্বকাপের মঞ্চ যে নতুন ক্রিকেটারদের কাছে এটা দারুণ একটা সুযোগ সেটাও জানাতে ভোলেননি সচিন। মাস্টার ব্লাস্টার বলেন, ‘আশাকরি এই বিশ্বকাপও অনেক ছেলে-মেয়েকে আকর্ষিত করবে। দেশের হয়ে সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখাবে।‘ 

আরও পড়ুন


ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চেন্নাইয়ে এই ম্যাচ খেলা হবে। সদ্য সমাপ্ত তিন ম্যাচের সিরিজেও অজিদের ২-১ ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। এর আগে শ্রীলঙ্কাকে এশিয়া কাপের ফাইনালে হেলায় হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ফলে দারুণ ছন্দে রয়েছেন রোহিত শর্মারা। টিম ইন্ডিয়াকে নিয়ে তাই প্রত্যাশার পারদও চড়তে শুরু করে দিয়েছে। এবার শুধু সঠিক সময় জ্বলে ওঠার অপেক্ষা। 

Advertisement

Advertisement