একের পর এক ম্যাচ হেরে বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের। শনিবার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রানে হেরে যায় শাকিব আল হাসানের দল। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে হতাশ ক্যাপ্টেন যা বললেন তাতে ফের ফিরে এল তামিম ইকবালের প্রসঙ্গ।
সাংবাদিক সম্মেলনে শাকিবকে প্রশ্ন করা হয়েছিল, তামিম দলে না থাকায় তার অনুসারীদের প্রভাব কী দলের ওপর পড়েছে কি না? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘ফেলতেই পারে। অস্বাভাবিক কিছু না। আসলে ব্যক্তির মনের ভেতর কী আছে সেটা বলা মুশকিল। কিন্তু আপনি যেটা বলছেন তার সঙ্গে দ্বিমত করি না। সেটি ফেলতেই পারে।’ তা হলে কি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শাকিবরা? নাকি দেশে ফিরে গিয়ে সমালোচনার হাত থেকে বাঁচতেই কি এই পদ্ধতি নিলেন বাংলাদেশ ক্যাপ্টেন?
বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটে বিতর্কের সূত্রপাত। তামিমকে নিয়ে কম নাটক হয়নি। বিশ্বকাপ শুরুর আগে এক গণমাধ্যমে তামিমকে নিয়ে অনেক কথাই বলেছিলেন সাকিব। সবমিলিয়ে বিশ্বকাপের আগে টালমাটাল অবস্থা ছিল দেশের ক্রিকেট পাড়া। অবশ্য সবার ধারণা ছিল মাঠের পারফরম্যান্স দিয়েই সবকিছু ভুলিয়ে দেবে বাংলাদেশ, তবে সেটি আর হলো কই।
ইডেন থেকে হেরে জনৈক বাংলাদেশ সমর্থকদের কাঁদতে দেখা গেল। দল থেকে বাদ দেওয়ার দাবি উঠল দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসানকেই। বাংলাদেশ থেকে বেশ কাঠখড় পুড়িয়েই আসতে হয়েছে বাংলাদেশ সমর্থকদের। তারপর ইডেনে হার সমর্থকদের হতাশ করেছে। যদিও এই তিরস্কার তাঁরা পাওয়ার যোগ্য। এমনটাই উপলব্ধি শাকিবের। বাংলাদেশ ক্যাপ্টেন বলেন, 'দেখুন তাঁরা অনেক আশা নিয়ে এসেছেন। সেখানে আমাদের এমন খেলা দেখতে হলে তাঁদের তো রাগ হবেই। আমি তাঁদের কোনও দোষ দেখি না। আমাদের দলের এটাই প্রাপ্য।'