ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তা আরও একবার প্রমাণ হল মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে। একের পর এক উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া যখন হারের সামনে সেই সময়েই ২০১ রানের অতিমানবীয় ইনিংস খেলে ফেললেন ম্যাক্সওয়েল।ম্যাচ জিতিয়েই হুঙ্কার ম্যাক্সওয়েলের।
ম্যাচের শেষে তিনি বলেন, প্রথম দিকে হারের পর সবাই ধরে নিয়েছিল অস্ট্রেলিয়া প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে কিন্তু আজকের জয় সবকিছু ভুল প্রমাণ করে দিয়েছে। তিনি বলেন, 'এটার জন্য আমি গর্বিত। আরো যেটা বেশি ভালো লাগছে যে প্রথমদিকে দুটো হারের পর সকলেই ভেবেছিল অস্ট্রেলিয়া প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। কিন্তু আমাদের লাগাতার জিততে থাকা সবার মুখ বন্ধ করে দিয়েছে। আজকের ম্যাচের পর আমাদের সকলের মনোবল আরও আরও বেড়ে গিয়েছে।'
ম্যাচ শেষে ম্যাক্সওয়েল বলেন, 'যখন আমি ফিল্ডিং করছিলাম, তখন চড়া রোদ ছিল। বেশ চাপ হচ্ছিল সেই সময়। আমি চেয়েছিলাম ঠান্ডা মাথায় খেলতে, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ স্কোর ৭ উইকেটে ৯১ হয়ে যায়। প্রথম দিকে নিজেকে একটু রিলাক্স রাখার চেষ্টা করেছিলাম।' মাত্র ৯১ রানে দ্রুত ৭টি উইকেট পড়ে যাওয়ার পর সবাই ভাবতে শুরু করে দেন এবার জিতেই যাবে আফগানিস্তান। তবে সেখান থেকেই দুর্দান্ত দ্বিশতরানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতালেন গ্লেন ম্যাক্সওয়েল। তাও মাত্র ১২৮ বলে ২০১ রান। যার মধ্যে রয়েছে ১০টি ওভার বাউন্ডারি ও ২১টি বাউন্ডারি।
এছাড়াও তিনি জানান, 'যখন স্কোরবোর্ডের ওই অবস্থা ছিল, তখনও আমি নিজের ব্যাটিং প্ল্যান অনুযায়ী খেলছিলাম। তখনও আমি পজিটিভ ছিলাম। কিন্তু ওই এলবিডব্লিউ আবেদন আমাকে চাঙ্গা করে তোলে। আফগানিস্তানের বোলাররা আজ দুর্দান্ত বোলিং করেছে। পরিস্থিতির সদ্ব্যবহার করেছে ওরা। ভালোই হতো যদি আজকের ম্যাচে অতো খাটবে না হতো। তবে আজকে আমার দিন ছিল পুরো সুযোগটা সদ্ব্যবহার করার। আমি তা করে দেখিয়েছি।'