scorecardresearch
 

ICC: বিশ্বকাপের মাঝেই ভুয়ো ক্রিকেট, তদন্ত শুরু ICC-র

বিশ্বকাপের মধ্যেই ক্রিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ। তদন্ত শুরু করেছে আইসিসি। তবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে কোনও অভিযোগ নেই। দুর্নীতির অভিযোগ উঠেছে ফ্রান্সের ক্রিকেট সংস্থার বিরুদ্ধে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

বিশ্বকাপের মধ্যেই ক্রিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ। তদন্ত শুরু করেছে আইসিসি। তবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে কোনও অভিযোগ নেই। দুর্নীতির অভিযোগ উঠেছে ফ্রান্সের ক্রিকেট সংস্থার বিরুদ্ধে।
 

কী নিয়ে অভিযোগ?
আইসিসি ক্রিকেটের প্রসারের জন্য বিভিন্ন দেশের ক্রিকেট সংস্থাকে টাকা দেয়। আর সেই টাকা পেতেই লজ্জাজনক কাজ করে বসলেন এমবাপেদের দেশের ক্রিকেট কর্তারা। এমনটাই অভিযোগ। ক্রিকেট খেলা না হলেও, মহিলাদের ক্রিকেটের ভুয়ো স্কোরবোর্ড আইসিসি-র কাছে জমা দিয়ে দেয় ফ্রান্সের ক্রিকেট বোর্ড। অভিযোগ ওইদিন ওই স্টেডিয়ামে কোনও ম্যাচই হয়নি। ভুয়ো স্কোরবোর্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। একবার নয় এর আগেও এমনটা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ফ্রান্সের প্রাক্তন মহিলা ক্রিকেটার ট্রেসি রদ্রিগেজ প্রথম নজরে আনেন এই দুর্নীতি। অভিযোগ উঠেছে ফ্রান্সের ক্রিকেট সংস্থা মেয়েদের ক্রিকেটের দিকে নজর দিচ্ছে না। কিন্তু আইসিসি-র থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য মেয়েদের ক্রিকেট দেখানো হচ্ছে।

রদ্রিগেজ ফ্রান্সের একটি সংবাদ মাধ্যমকে বলেন, “যে সময় ম্যাচ হয়েছে বলে লেখা হয়েছে, সেই সময় আমি মাঠে গিয়েছি। নিজের চোখে দেখেছি সেখানে চড়ুইভাতি চলছে। বাচ্চারা সাইকেল চালাচ্ছে। পরের দিন দেখি অনলাইনে ম্যাচের স্কোরকার্ড পাওয়া যাচ্ছে।” একাধিক বার এমনটা হয়েছে বলে জানা গিয়েছে।
ফ্রান্সে এমনিতেই ক্রিকেট খুব একটা প্রচলিত নয়, তার উপর মেয়েদের ক্রিকেটে জনপ্রিয়তা আরও কম।

আরও পড়ুন

Advertisement