scorecardresearch
 

ICC World Cup 2023: চলছে ভারত VS পাকিস্তান ম্যাচ, গ্যালারিতে অনুষ্কার ছবি তুললেন অরিজিৎ সিং, দেখুন

গানের পাশাপাশি মোবাইল ফটোগ্রাফিতে মন দিয়েছেন অরিজিৎ সিং? শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই দেখা গেল এমনই দৃশ্য। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অভিনেত্রী অনুষ্কা শর্মার একের পর এক ছবি তুলতে দেখা গেল সুপারস্টার গায়ককে। গ্যালারিতে একাধিক জনপ্রিয় মুখ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন অনুষ্কা শর্মা। 

Advertisement
অরিজিতের অনুরোধে পোজ দিলেন অনুষ্কা অরিজিতের অনুরোধে পোজ দিলেন অনুষ্কা

গানের পাশাপাশি মোবাইল ফটোগ্রাফিতে মন দিয়েছেন অরিজিৎ সিং? শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই দেখা গেল এমনই দৃশ্য। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অভিনেত্রী অনুষ্কা শর্মার একের পর এক ছবি তুলতে দেখা গেল সুপারস্টার গায়ককে। গ্যালারিতে একাধিক জনপ্রিয় মুখ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন অনুষ্কা শর্মা। 

সচিন তেন্ডুলকর, দীনেশ কার্তিকের সঙ্গে একই বিমানে আহমেদাবাদ এসেছেন বিরাট কোহলির স্ত্রী। অরিজিৎ সিং আবার ম্যাচের আগে অনুষ্ঠানে পারফর্মও করেছেন। এরপর ভারতের জয় গ্যালারিতে বসে উপভোগ করেছেন অরিজিৎ। পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম আউট হতেই উল্লাসে ফেটে পড়েছেন। তাঁর উচ্ছ্বাস ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেলিব্রেশনকে মনে করিয়ে দিয়েছে আরো একবার। ভারতীয় দল ৭ উইকেটে জেতায় তাঁর আনন্দ যে আরো অনেকটাই বেড়ে গিয়েছে তা বলাই যায়। ম্যাচের সময় দেখা গেল অরিজিৎ সিং অনুষ্কা শর্মার ছবি তুলে দিচ্ছেন। গ্যালারিতে তাঁর পাশেই ছিলেন বিরাটপত্নী অনুষ্কা। দেখা যায় অরিজিৎ অনুষ্কার ছবি তুলে দেবেন বলছেন, যা শুনে অনুষ্কাও পোজ দেন।

টিম ইন্ডিয়া নিয়ে একটা কথা শোনা যায়। বিরাট কোহলির সঙ্গে নাকি রোহিত শর্মার সম্পর্ক ভাল নয়। তবে দুই তারকার কেউই এই কথা স্বীকার করেননি। শনিবার ভারত-পাকিস্তান ম্যাচেও দেখা গেল একই দৃশ্য। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ও রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদে পাশাপাশি বসে খেলা দেখেছেন শুধু নয়, রোহিত হোক বা বিরাট, ইনিংস শেষ করে যখন দুই তারকা প্যাভেলিয়ানে ফিরছেন সেই সময় দেখা গেল অনুষ্কা ও রীতিকাকে হাততালি দিতে। রোহিত যখন আউট হয়ে ফিরে যান সেই সময়ও অনুষ্কা দাঁড়িয়ে হাততালি দেন। 

Advertisement

পাকিস্তান ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হয়। যেখানে উপস্থিত ছিলেন শংকর মহাদেবন, অরিজিৎ সিং, সুনিধি চৌহান ও সুখবিন্দর সিং। তবে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়নি। এই অনুষ্ঠান নিয়ে অনেকে আপত্তি করে। কেন একটা ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠান হল তা জানতে চান অনেকে। ভারতের পরবর্তী ম্যাচে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ১৯ অক্টোবর পুনেতে।

আরও পড়ুন

Advertisement