scorecardresearch
 

ICC World Cup 2023: 'নাগিন ডান্স' কই? সেমিফাইনালে যাওয়াই কঠিন বাংলাদেশের

বাংলাদেশ বড় টুর্নামেন্টে বাংলাদেশ দল বারেবারেই হেরে যায়। ২০২৩ বিশ্বকাপেও হতাশ করেছেন সাকিব আল হাসান। আফগানিস্তান ছাড়া কোনও দলকেই হারাতে পারেনি বাংলাদেশ। ২৪ অক্টোবর, সাকিব আল হাসানের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৯ রানে হেরে যায়। এটা ছিল পাঁচ ম্যাচে তাঁদের চতুর্থ হার। পাঁচ ম্যাচে দক্ষিণ আফ্রিকা দল চতুর্থ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

Advertisement
বাংলাদেশ প্লেয়ারদের নাগিন ডান্স বাংলাদেশ প্লেয়ারদের নাগিন ডান্স

বাংলাদেশ বড় টুর্নামেন্টে বাংলাদেশ দল বারেবারেই হেরে যায়। ২০২৩ বিশ্বকাপেও হতাশ করেছেন সাকিব আল হাসান। আফগানিস্তান ছাড়া কোনও দলকেই হারাতে পারেনি বাংলাদেশ। ২৪ অক্টোবর, সাকিব আল হাসানের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৯ রানে হেরে যায়। এটা ছিল পাঁচ ম্যাচে তাঁদের চতুর্থ হার। পাঁচ ম্যাচে দক্ষিণ আফ্রিকা দল চতুর্থ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

জয়ের পর উদযাপনে 'নাগিন' নৃত্য পরিবেশন করা বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে কোনো ছাপ ফেলতে পারেনি। শরিফুল ইসলাম যখন রিজা হেনড্রিকসকে ১২ রানে বোল্ড করেন, তখন তিনি বলিউড অভিনেতা হৃতিক রোশনের মতো নাচেন, কিছুক্ষণ পর আরেকটি উইকেটও হারায় দক্ষিণ আফ্রিকা। মনে হচ্ছিল ৩৬ রানে ২ উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকা বড় রান করতে পারবে না। তখন মনে হচ্ছিল মুম্বইয়ে নাগিন নাচ করতে দেখা যাবে বাংলাদেশি দলকে। কিন্তু এরপর কুইন্টন ডি কক ১৪০ বলে, ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আরেক তারকা হেনরিখ ক্লাসেন ৪৯ বলে ৯০ রান করে আউট হন। অধিনায়ক এইডেন মার্করাম ৬৯ বলে ৬০ রান করেন। ৫ উইকেটে ৩৮২ রানের পাহাড় গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা।

জবাবে বাংলাদেশ দলের হয়ে একমাত্র মাহমুদউল্লাহ (১১১) লড়াই করেন। মুস্তাফিজুর রহমানের সঙ্গে নবম উইকেটে ৬৮ রানের জুটি গড়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় থেকে রক্ষা করেন। কিন্তু তারপরও দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি মাহমুদউল্লাহ। ২৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশি দল।

আরও পড়ুন

এই হারের পর এখন বাংলাদেশের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় নেই। তবে এই ম্যাচে অনেক বিস্ময়কর রেকর্ড গড়েছেন বাংলাদেশি ব্যাটার মাহমুদউল্লাহ।
 

বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর
১২৮* - মাহমুদুল্লাহ বনাম নিউজিল্যান্ড, হ্যামিল্টন, 2015
১২৪* - সাকিব আল হাসান বনাম ওয়েস্ট ইন্ডিজ, টনটন, 2019
১২১ - সাকিব আল হাসান বনাম ইংল্যান্ড, কার্ডিফ, 2019
১১১ মাহমুদুল্লাহ বনাম দক্ষিণ আফ্রিকা, মুম্বই, 2023
বাংলাদেশের হয়ে বিশ্বকাপ সেঞ্চুরি
৩- মাহমুদউল্লাহ
২- সাকিব আল হাসান
১- মুশফিকুর রহিম

Advertisement

Advertisement