ভারতকে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে ঘরের মাঠে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারতীয় দল। তবে ফাইনালে একেবারেই ব্যর্থ টিম ইন্ডিয়া। ১০ ম্যাচ দাপট দেখালেও দল হিসেবে ব্যর্থ হলেন রোহিত শর্মারা। আইসিসি ট্রফিতে ভারতীয় দলের ব্যর্থতার ধারাবাহিকতা বজায় থাকল।
রোহিত শর্মার আউট
টসে জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা দারুণ করেন রোহিত শর্মা। তিনি ৪৭ রান করে আউট হতেই ভারতের রানের গতি কমে যায়। রানের গতি যখন প্রায় ১০-এর কাছাকাছি। দলের স্ট্রাইক বোলাররা ব্যর্থ হতেই গ্লেন ম্যাক্সওয়েলকে বল দিয়ে দেন প্যাট কামিন্স। যদিও তাতেও রানের গতি কমেনি। ততক্ষণে ১ উইকেট হারিয়ে ফেললেও বিরাটের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক চার ছক্কা মারতে থাকেন । দশম ওভারের প্রথম বলে রান না পেলেও, দ্বিতীয় বলেই লং অনে বিরাট ছক্কা মারেন রোহিত। এর পরের বল শর্ট করে বসেন ম্যাক্সওয়েল। কভারের দিকে ঠেলে চার পেয়ে যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ৪৭-এ পৌঁছে যাওয়া রোহিতের হাফ সেঞ্চুরি যখন দোরগোড়ায় তখনই ছন্দপতন। চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে মিস টাইম করে ফেলেন রোহিত। কভার থেকে পেছনের দিকে দৌড়ে গিয়ে দারুণ ক্যাচ ধরেন ট্রাভিস হেড।
সিঙ্গল নিতে না পারা
বাউন্ডারি না এলে, সিঙ্গল আর ডাবলস নিয়ে রান এগোতে হয়। এটাই ছিল টিম ইন্ডিয়ার শক্তি। রবিবার সেটাই করতে পারলেন না ভারতীয় দলের ব্যাটাররা। বিরাট কোহলি ও কেএল রাহুল ছাড়া কেউই হাফ সেঞ্চুরি করতে পারেননি। ৬৩ বলে ৫৪ রান করে প্লেড অন হন বিরাট কোহলি। চারটে চার মারলেও, একটাও ছক্কা মারতে পারেননি কিং কোহলি। ১০৭ বল খেলে ৬৬ রান করে আউট হন কেএল রাহুল। লোয়ার মিডল অর্ডারে কেউ রান পাননি।
স্লো উইকেটে খেলার সিদ্ধান্ত
ভারতীয় দলের পরিকল্পনা ছিল, স্লো উইকেটে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলা। তবে তা হয়নি। দারুণ স্লোয়ার বল করে গিয়েছেন অজি বোলাররা। ভারতীয় বোলাররা তা করতে পারেননি।
নিয়ন্ত্রনহীন বোলিং
২৪০ রান হাতে রেখেও ফাইনালে শুরু থেকে অনেক রান খেয়ে যান বুমরা ও শামি। উইকেট পেলেও তাতে কাজ হয়নি। কারণ হাতে রান বেশি ছিল না। সময় যত এগিয়েছে সিঙ্গল, ডাবলস নিয়ে রানের গতি উল্টে বাড়িয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
স্পিনারদের উইকেট না পাওয়া
ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাদের কেউই উইকেট পাননি। উল্টে বেশ ভালই রান খেয়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার দুই স্পিনার।