scorecardresearch
 

ICC World Cup 2023: 'ক্যাপ্টেন একা বিশ্বকাপ জেতাতে পারলে...' নাম না করে ধোনিকে নিশানা গম্ভীরের?

২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক কে? অনেকেই মনে করেন ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির বুদ্ধির জোরে। বিশ্বকাপ জিতলে ক্যাপ্টেনকে নিয়ে মাতামাতি হবে সেটা তো স্বাভাবিক। তবে বিশ্বকাপ জেতার জন্য শুধু ধোনি নন, গোটা দলের পারফরম্যান্স খুবই জরুরি। এমনটাই মত সেই বিশ্বকাপ জেতার অন্যতম কারিগর গৌতম গম্ভীর। আরও একবার ২০২৩ বিশ্বকাপে সেই কথাই মনে করিয়ে দিলেন ভারতের প্রাক্তন ওপেনার।

Advertisement
গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি

২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক কে? অনেকেই মনে করেন ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির বুদ্ধির জোরে। বিশ্বকাপ জিতলে ক্যাপ্টেনকে নিয়ে মাতামাতি হবে সেটা তো স্বাভাবিক। তবে বিশ্বকাপ জেতার জন্য শুধু ধোনি নন, গোটা দলের পারফরম্যান্স খুবই জরুরি। এমনটাই মত সেই বিশ্বকাপ জেতার অন্যতম কারিগর গৌতম গম্ভীর। আরও একবার ২০২৩ বিশ্বকাপে সেই কথাই মনে করিয়ে দিলেন ভারতের প্রাক্তন ওপেনার।

এবারের বিশ্বকাপে দারুণ শুরু করেছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের পাঁচটাই জিতে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা করে ফেলেছেন রোহিত শর্মারা। তবে এবারের বিশ্বকাপে ধুঁকছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে জস বাটলারদের ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় সেই প্রসঙ্গ তুলে ধরেন গতি। তিনি বলেন, ' একা ক্যাপ্টেন যদি বিশ্বকাপ জেতাতে পারতেন, তা হলে ইংল্যান্ডকে এবারও জেতাতে পারতেন জস বাটলার। তা তো হয়নি।' নাম না করেও আসলে কীসের ইঙ্গিত দিতে চাইলেন গম্ভীর? এর আগেও বারেবারে এ নিয়ে কথা বলেছেন গম্ভীর। 

https://www.facebook.com/reel/355603246909944?s=chYV2B&fs=e&mibextid=EowlSY

আরও পড়ুন

২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ওপেন করতে নেমে ৯৭ রান করে দলের কাজ অনেকটাই সহজ করে দিয়েছিলেন গম্ভীর। তাঁর তইরি ভিতের উপর দাঁড়িয়েই রান তাড়া করে ভারতীয় দল। শুধু ফাইনালে নয়, গোটা বিশ্বকাপেই দারুণ ছন্দে ছিলেন গম্ভীর। এক সাক্ষাৎকারে ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও ভারতীয় দলে গম্ভীরের অব্দান নিয়ে মুখ খুলেছিলেন। ২০১১ বিশ্বকাপ দলে তিনিও ছিলেন। অশ্বিন মনে করেন, গম্ভীর যোগ্য সম্মান পাননি। 

সেই কারণেই কি নাম না করে আবারও ধোনিকে খোঁচা দিলেন গম্ভীর? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এর মধ্যেই গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার খেলতে নামছে টিম ইন্ডিয়া। টানা ছয় ম্যাচে জয় তুলে নিতে পারলে সেমিফাইনাল ৯৯ শতাংশ নিশ্চিত হয়ে যাবে। ফলে ইংল্যান্ড ভাল ছন্দে না থাকলেও লখনউতে একেবারেই ঝুঁকি নিতে চাইছে না টিম ইন্ডিয়া।  

Advertisement

Advertisement