প্রথম ম্যাচে নামার আগেই বড় সমস্যায় টিম ইন্ডিয়া। শুভমন গিল ডেঙ্গি আক্রান্ত হয়ার পরেই, চোট পেলেন হার্দিক পান্ডিয়াও। অনুশীলনের সময়ই চোট পেয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার। এমনটাই সূত্রের খবর।
কী হয়েছে হার্দিকের?
যদিও অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে সমস্যা হওয়ার কথা নয় হার্দিকের। নেটে ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। চোট লাগার পর আর ব্যাটিং অনুশীলন করতে পারেননি তিনি। আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি খেলতে পারবেন হার্দিক? ভারতীয় শিবির সূত্রে খবর, হার্দিকের চোট গুরুতর কিছু নয়। দিন দুয়েকেই ঠিক হয়ে যাবে। হার্দিকের আঙুলে তেমন ব্যথাও নেই। বল করতে কোনও সমস্যা হচ্ছে না। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোনও সংশয় নেই। ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার চোট পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সমর্থকরা।
প্রথমবার একক ভাবে ভারতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। ফলে ফ্যানদের আশা ২০১১ সালের মত আবারও কাপ জিতবেন রোহিত শর্মারা। এশিয়া কাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি হার্দিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ছিলেন না তিনি। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আশা করা হচ্ছে, বিশ্বকাপে তরতাজা অবস্থায় পাওয়া যাবে অভিজ্ঞ অলরাউন্ডারকে।
ডেঙ্গি আক্রান্ত গিল
টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শুভমন গিল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাই অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। রবিবার ম্যাচের দিন তিনি কেমন থাকেন তা দেখেই সিদ্ধান্ত নেবে ভারতের টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, 'ও এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। মেডিকেল টিম পর্যবেক্ষণে রেখেছে তাকে। ও এখনই অস্ট্রেলিয়া ম্যাচ থেকে বাদ পড়ে গিয়েছে তা বলা যাবে না। দেখতে হবে রবিবার ও কেমন থাকে। তারপরেই সিদ্ধান্ত নেব।'