এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করতে গিয়ে চোট পান ভারতের তারকা অলরাউন্ডার। তারপর থেকেই আর খেলতে পারেননি হার্দিক। মনে করা হচ্ছিল, সেমিফাইনালের আগে চোট সারিয়ে ফিরতে পারেন তিনি। তবে শনিবার জানিয়ে দেওয়া হল, তিনি এবারের বিশ্বকাপে আর খেলবেন না। হার্দিক বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাওয়ায় তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে।
চোট সারানোর জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিলেন হার্দিক। তবুও লাভ হল না। বিশ্বকাপ থেকে ছিটকেই যেতে হল তারকা অলরাউন্ডারকে। হার্দিক গোড়ালিতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।
যদিও হার্দিককে ছাড়াও দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। তবে অলরাউন্ডার না থাকায়, পাঁচ বোলার নিয়ে মাঠে নামতে হচ্ছে রোহিত শর্মাদের। কোনও ম্যাচে কোনও বোলার মার খেয়ে গেলে চাপে পড়তে হবে। ফলে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ থেকেই অন্য কিছু ভাবতে হবে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপে দারুণ ছন্দে ভারতীয় দল। টানা সাত ম্যাচ জিতে তারা প্রথম দল হিসেবে পৌঁছে গিয়েছে বিশ্বকাপের শেষ চারে।
গ্রুপ পর্বে আরও দু'টি ম্যাচ খেলা বাকি রয়েছে টিম ইন্ডিয়ার। এই দুই ম্যাচেই টিম কম্বিনেশন ঠিক করে ফেলতে হবে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর নেদারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ভারত। শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করাই তাদের লক্ষ্য থাকবে। তা হলে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবেন রোহিতরা।