বিশ্বকাপে সপ্তম ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। টানা ছয় ম্যাচ জিতে দারুণ ছন্দে থাকা রোহিত শর্মারা মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছেন। ভারতীয় দলে চোট আঘাতের সমস্যা থাকলেও তাতে জিততে কোনও সমস্যায় পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে। এবারের বিশ্বকাপে সেভাবে দাগ কাটতে পারেনি শ্রীলঙ্কাও।
তবুও মুম্বইয়ের ম্যাচে আকর্ষণের কেন্দ্রে থাকবে টিম ইন্ডিয়ার ফর্ম। রোহিত শর্মা বা বিরাট কোহলি ফর্মে রয়েছেন। কিন্তু সমস্যা রয়েছে শ্রেয়াস আইয়ারের ফর্ম নিয়ে। বোলিং বিভাগেও মহম্মদ সিরাজ বেশি রান দিয়ে ফেলছেন। শুরুর দিকে এই রান দেওয়ার প্রবণতা কমাতে হবে টিম ইন্ডিয়াকে। বৃহস্পতিবার দুপুর দু'টোয় শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ। এই ম্যাচ সরাসরি টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। তবে বিনা পয়সায় এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে হলে হটস্টার ইনস্টল করতে হবে। এবারের বিশ্বকাপ ফ্রিতে দেখা যাচ্ছে হটস্টারে। পাশাপাশি লাইভ স্কোর বা কমেন্ট্রির জন্য লগ ইন করতে পারেন bangla.aajtak.in-এ।
ভারতীয় দল পরপর ম্যাচ জিতে সেমিফাইনালের দোরগোড়ায়। এই ম্যাচে ২ পয়েন্ট পেয়ে গেলে শেষ চার নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের। এই অবস্থায় জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না টিম ইন্ডিয়া। ফলে দলে বদল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না রোহিত শর্মা বা রাহুল দ্রাবিড়রা। ফলে ইশান কিশান বা রবিচন্দ্রন অশ্বিনের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। চোট সারিয়ে এখনই ফিরতে পারছে না হার্দিক পান্ডিয়া। ফলে মনে করা হচ্ছে, নকআউট পর্বের আগে তাঁর ফেরা হবে না। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করতে গিয়ে চোট পেতে হয়েছিল ভারতের তারকা অলরাউন্ডারকে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ