২০২৩ ক্রিকেট বিশ্বকাপে, ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। বিশ্বের এক নম্বর ভারতীয় দল সাম্প্রতিক ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে, যার কারণে তাদের মনোবল ভাল জায়গায় থাকবে। ডেঙ্গির কারণে এই ম্যাচে অংশ নিতে পারবেন না শুভমন গিল।
জিতে গেল ভারত
৮৫ রান করে বিরাট আউট হওয়ার পর, ভারতকে জিতিয়ে দিলেন রাহুল। ৯৭ রান করে অপরাজিত রাহুল। দারুণ ইনিংস খেলে দলকে জেতালেন তিনি।
আউট হলেন বিরাট
ম্যাচ শেষ করে আসতে পারলেন না বিরাট। ১১৬ বল খেলে ৮৫ রান করে হ্যাজেলউডের বলে আউট হলেন কিং কোহলি।
৩৫ ওভার শেষ
৩ উইকেটে ১৫০ ভারতের, আর ৫০ রান দরকার বিরাটদের
৩০ ওভার শেষ
৩০ ওভারে ১২০ রান ভারতের। আর ৮০ রান দরকার বিরাটদের।
বিরাটের হাফসেঞ্চুরি
৭৫ বল খেলে ৫০ বিরাটের, ৩ উইকেটে ১০০ করে ফেল্ল ভারতীয় দল। হাফ সেঞ্চুরির দোরগোড়ায় রাহুলও।
২০ ওভার শেষ
৩ উইকেট হারিয়ে ভারতের রান ৮০। উইকেটে রয়েছেন বিরাট ও রাহুল।
১৫ ওভার শেষ
১৫ ওভারে ৩ উইকেটে ৪৯ রান ভারতের। উইকেটে জমে যাওয়ার চেষ্টায় রাহুল ও বিরাট।
১০ ওভার শেষ
১০ ওভারে ৩ উইকেটে ২৭ রান করল ভারত। পেসারদের পাশাপাশি ভাল বল করছেন স্পিনাররাও।
বিধ্বংসী ফরমে অস্ট্রেলিয়ার বোলাররা
পরপর তিন উইকেট হারাল ভারতীয় দল। ০ রানেই আউট শ্রেয়াস আইয়ার। ২ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল।
রোহিতও আউট
হেজেলউডের বলে আউট রোহিত শর্মা। ২ রানে ২ উইকেট হারাল ভারত।
আউট ইশান
২ রানে ১ উইকেট হারাল ভারতীয় দল। প্রথম বল খেলতে নেমেই আউট হলেন ইশান কিশান। ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
ব্যাট করতে নামল ভারত
ওপেন করতে নামলেন রোহিত শর্মা ও ইশান কিশান।
সমস্ত উইকেট হারাল অস্ট্রেলিয়া
১৯৯ রানে সব উইকেট হারাল অজিরা। ৩ উইকেট নিলেন জাদেজা। বুমরা নিয়েছেন ২টি উইকেট। কুলদীপও পেয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অশ্বিন, সিরাজ ও পান্ডিয়া।
৫ ওভারের খেলা বাকি
৮ উইকেটে ১৭২ রান করেছে অস্ট্রেলিয়া। শেষ ৫ ওভারের খেলা বাকি রয়েছে।
আউট কামিন্স
হার্দিকের বলে আউট অজি ক্যাপ্টেন। ১৬৫ রানে ৮ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
৪১ ওভার শেষ
৭ উইকেট হারিয়ে ১৭০ রান করল অস্ট্রেলিয়া। ৪১ ওভার শেষ হয়ে গিয়েছে।
এবার উইকেট নিলেন অশ্বিন
আউট হলেন ক্যামেরন গ্রিনও। ১৪০ রানে ৭ উইকেট হারাল অজিরা।
উইকেট কুলদীপের
বোল্ড হলেন ম্যাক্সওয়েল। ১৪০ রানে ৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
৩ উইকেট তুলে নিলেন জাদেজা
দারুণ ছন্দে জাড্ডু। এবার অ্যালেক্স কেরিকে লেগ বিফোর করলেন তিনি। ০ রানেই আউট কেরি। ১১৯ রানেই ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
পরপর দুই উইকেট জাদেজার
আউট লাবুশেন ১১৯ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, একটা রিভিউও নষ্ট করে ফেলল অজিরা।
আউট স্মিথও
জাজেদার বলে বোল্ড হলেন স্মিথ। ১১০ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
১০০ পেরিয়ে গেল ভারতীয় দল
২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান ভারতীয় দলের। উইকেটের লক্ষ্যে চাপ বাড়াচ্ছেন ভারতের স্পিনাররা।
২০ ওভার শেষ
২ উইকেট হারিয়ে ৮৫ রান করল অস্ট্রেলিয়া। উইকেট পড়তেই চাপ বাড়ছে স্মিথের উপর। উইকেটে বল ঘুরছে।
উইকেট কুলদীপের
৪১ রান করে আউট ওয়ার্নার। অবশেষে উইকেট পেল ভারত। নিজের বলেই ক্যাচ নিলেন কুলদীপ।
৯ ওভার শেষ
১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ৩৬। উইকেটে টিকে যাচ্ছেন ওয়ার্নার, স্মিথ।
আউট মার্শ
প্রথম উইকেট তুলে নিলেন বুমরা। ০ রানেই আউট মার্শ। স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মার্শ। ৫ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলল অজিরা।
ভারতীয় দলে কারা?
ভারতের প্লেয়িং-১১: ইশান কিশান, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া দলে কারা?
অস্ট্রেলিয়ার প্লেয়িং-11: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুসচেন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
টসে জিতল অস্ট্রেলিয়া
টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া।
দলে ইশান
এই ম্যাচে খেলছেন না শুভমান গিল। গিলের জায়গায় প্লেয়িং-১১-এ অন্তর্ভুক্ত করা হয়েছে ইশান কিষাণকে।
তিন স্পিনার নিয়ে খেলছে ভারতীয় দল
তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহাল দলে রয়েছেন।