scorecardresearch
 

ICC World Cup 2023 India VS Bangladesh: ৬ বছর পর আন্তর্জাতিক ম্যাচে বল করলেন কোহলি, স্টেডিয়ামে চিত্‍কার, 'বিরাট...বিরাট'

ICC World Cup 2023 India VS Bangladesh: সম্ভবত ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে অনভিপ্রেত, সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে গিয়েছে এদিন। ঘটনাটি কী তা যাঁরা এদিন খেলা দেখেননি তাঁরা অনুমানও করতে পারবেন না। ৬ বছর পর বল হাতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। তিনি বল হাতে নিতেই গোটা স্টেডিয়াম ফেটে পড়েছে কোহলি কোহলি ধ্বনিতে।

Advertisement
৬ বছর পর আন্তর্জাতিক ম্যাচে বল করলেন কোহলি, স্টেডিয়ামে চিত্‍কার, 'বিরাট...বিরাট' ৬ বছর পর আন্তর্জাতিক ম্যাচে বল করলেন কোহলি, স্টেডিয়ামে চিত্‍কার, 'বিরাট...বিরাট'

ICC World Cup 2023 India VS Bangladesh: ভারত বাংলাদেশের মধ্যে ম্যাচ শুরু হয়েছে। বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতের পক্ষে তো বটেই, বাংলাদেশের কাছে আরও বেশি। ভারত যদি ম্যাচটি জিতে যায়, তাহলে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। বাংলাদেশ যদি যেতে, তাহলে তাদের কাছে, এর আগের হারগুলিতে কিছুটা ক্ষতিপূরণ হতে পারে। ম্যাচটি ভারত জিতবে, এমন সম্ভাবনাই বেশি। তবে বাংলাদেশ যদি জিতেও যায় অবাক হওয়ার কিছু থাকবে না। অন্তত ক্রিকেট যাঁরা ফলো করেন, তাঁরা জানেন, বাংলাদেশ দল হিসেবে কতটা ভাল। 

মাঠে এমন ঘটনা ছাড়ি ঘটে বিশেষ করে এর আগে এই বিশ্বকাপে ঘটিয়ে দিয়েছে দুটি তথাকথিত ছোটদল আফগানিস্তানের সঙ্গে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আবার নেদারল্যান্ডের কাছে হেরেছে এবারে বিশ্বকাপে এর আগে পর্যন্ত অপ্রতিরোধ্য দেখতে পাওয়া দক্ষিণ আফ্রিকা। সেখানে বাংলাদেশ অনেক শক্তিশালী দল। ফলে যে কোনও দলকে হারালে এটাকে অঘটন বলা যাবে না। তবে সাম্প্রতিক ফর্মের নিরিখে ভারত এগিয়ে, এটা পরিষ্কার। এই সব কিছুই যদি ঘটে, কোনওটাই অবাক হওয়ার কিছু থাকবে না।

ভারত-বাংলাদেশের মধ্যে ম্যাচ গত কয়েক বছরে ভারত-পাকিস্তানের মতোই হাইপ তুলেছে। কখনও কখনও তার চেয়েও বেশি বই কম নয়। সোশ্যাল মিডিয়ায় সারা বছরই ভারত-পাকিস্তানের মতোই ভারত-বাংলাদেশের সমর্থকদের মধ্যেও লড়াই চলতে থাকে। বিশ্বকাপের আগে তা আরও খানিকটা বেড়ে গিয়েছে। এসবের মধ্যে কোনওটাই অবাক হওয়ার মতো ঘটনা নয়। তবে সম্ভবত ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে অনভিপ্রেত, সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে গিয়েছে এদিন। ঘটনাটি কী তা যাঁরা এদিন খেলা দেখেননি তাঁরা অনুমানও করতে পারবেন না। ৬ বছর পর বল হাতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। তিনি বল হাতে নিতেই গোটা স্টেডিয়াম ফেটে পড়েছে কোহলি কোহলি ধ্বনিতে।

কেমন বল করলেন কোহলি?

Advertisement

তাঁর রাউন্ড আর্ম আনঅর্থোডক্স অ্যাকশনে তিনি ৩ টি বল করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর হাতে আর বল তুলে দেননি রোহিত। ফের বল পাবেন কিনা তা জানা নেই। তবে তাঁর ৩ টি বলে তিনি ২টি রান দিয়েছেন। আচমকা বল করতে আসায় তাঁকে আক্রমণের রাস্তায় হাঁটেননি বাংলাদেশের সেই সময়ে ব্যাট করতে থাকা দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ তামিম। লিটনকে সিঙ্গল নিয়ে হাসতে দেখা গিয়েছে। এমনকী বিরাটকে কিছু বলতেও দেখা গিয়েছে।

কেন বল পেলেন বিরাট?

আসলেই ঘটনাটি ঘটে ম্যাচের নবম ওভারে। হার্দিক পান্ডিয়া বল করতে আসলে তাঁর একটি ফুল লেন্থ বল সোজা লং অফের দিকে ঠেলে দেন তানজিদ তামিম। সেখানে পা বাড়িয়ে বলটি আটকাতে গিয়ে চোট লাগিয়ে ফেলেন হার্দিক। তিনি ওই ওভার আর শেষ করতে পারেননি। সেই ওভারটি শেষ করার জন্য তিনটি বল বাকি ছিল। সেই সময় ওই অসমাপ্ত ওভার করতে ডেকে নেওয়া হয়, কোহলিকে। যদিও সেই তিনটি বল কাটিয়ে দেওয়ার পর তাঁকে আর বল করতে ডাকেননি রোহিত। তাতে কি? ওই তিনটি বল করেই বিশ্বকাপের মৌতাতের আমেজকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ৯১ রান করেছে। ক্রিজে রয়েছেন লিটন দাস ও অধিনায়ক শান্ত।এদিন অবশ্য চোট সারিয়ে মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। তাঁর জায়গায় অধিনায়কত্ব করতে আসেন নাজমুল শান্ত। টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। যদিও রোহিত বলেন, টস জিতলে ব্যাটিং না নিয়ে বোলিংই নিতেন তিনি। ফলে টসের পর ফিল গুড আবহাওয়া দুদলেই। দুই পক্ষই খুশি।

 

Advertisement