সচিন তেন্ডুলকরের রেকর্ড থেকে মাত্র এক ধাপ দূরে বিরাট কোহলি। পঞ্চমীর দিনে পুনেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় ভারতীয় দল। আর সেই রান চেজের সময় বিরাট ছক্কা মেরে সেঞ্চুরি করেন। একদিনের ক্রিকেটে এটা তাঁর ৪৮তম সেঞ্চুরি। সচিনের থেকে মাত্র এক ধাপ পেছনে কিং কোহলি।
বিশ্বকাপেই টপকে যাবেন সচিনকে?
সচিনকে টপকাতে গেলে আরো দু'টি সেঞ্চুরি করতে হবে তারকা ব্যাটারকে। যা এবারের বিশ্বকাপেই করে ফেলা সম্ভব। টিম ইন্ডিয়া এখনও অবধি ৪টে ম্যাচ খেলেছে। গ্রুপ পর্বেই বাকি রয়েছে আরও পাঁচটি ম্যাচ। সেখাবে দু'টি সেঞ্চুরি করতে পারলেই বিরাট টপকে যাবেন মাস্টার ব্লাস্টারকে। তবে এর পরেও সুযোগ থাকবে। ভারত গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে উঠতে পারলে আবারও সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ আসবে কিং কোহলির সামনে। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ৯৭ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন বিরাট। ৭ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় দল।
বিরাটের ইনিংসে ছিল ছ'টা চার ও চারটে ছক্কা। পুনের দর্শকরাও এদিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে থাকেন বিরাটের এই ইনিংস। গত কালকের ম্যাচে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকেও টপকে যান বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের হিসেবে বিরাট এখন চতুর্থ। তাঁর সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা, ও রিকি পন্টিং। বিরাটের মোট রান ২৬,০২৬। সচিনের রান সবচেয়ে বেশি। তিনি করেছেন ৩৪,৩৫৭। সাঙ্গাকারা দুই নম্বরে রয়েছেন। তিনি করেছেন ২৮,০১৬ রান। তিন নম্বরে রিকি পন্টিং। তাঁর রান ২৭,৪৮৩।
২০১৫ সালে প্রথমবার সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর থেকেই দারুণ ছন্দে রয়েছেন। মাঝে ফর্ম কিছুটা খারাপ হলেও, লড়াই করে ফেরত এসেছেন তিনি। ভারতীয় দলের জন্য এই বিশ্বকাপে বিরাট দারুণ গুরুত্বপূর্ণ ব্যাটার। শুধু ব্যাট হাতে রান করাই নয়, প্রয়োজনে ভারতের প্রআক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাকেও পরামর্শ দিচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও যা দেখা গিয়েছে। এবারের বিশ্বকাপে ভারতীয় দলের পাশাপাশি ছন্দে রয়েছেন কিং কোহলি। যা টিম ইন্ডিয়াকে আরও ভরসা যোগাচ্ছে।