নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে উরুতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। পরপর দুই ম্যাচ হেরে বিদায়ের সামনে থাকা বাংলাদেশের কাছে একমাত্র ভরসা সাকিব। এমন কঠিন অবস্থায় ভারতের বিরুদ্ধে খেলতে নামছে বেঙ্গল টাইগাররা। সেই ম্যাচে কি খেলতে পারবেন বাংলাদেশ ক্যাপ্টেন?
আপাতত যে খবর পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে ভারতের বিরুদ্ধে খেলতে পারেন বিশ্বের সেরা অলরাউন্ডার। এদিন নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে সাকিবকে। আধ ঘন্টা নেটে কাটিয়েছেন। তাঁকে দৌড়াতেও দেখা গিয়েছে। ফলে তিনি ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে মোটামুটি ফিট হয়ে উঠেছেন তা বলাই যায়। সূত্রের আরও খবর, অনুশীলনের সময় একবারও তাঁকে দেখে মনে হয়নি তিনি ব্যথায় কাবু। বরং ফিট লেগেছে। যদিও তাঁর খেলার ব্যাপারে সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে তাঁকে চাইবেই।
সাকিব নিজেও চাইবেন এই ম্যাচে খেলতে। এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ। তার পুরোটা উপভোগ করতেই চাইবেন বাংলাদেশ তারকা। দলের একটি সূত্র মারফত জানা গিয়েছিল, বাংলাদেশ অধিনায়ককে কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। কনরাড পুণের হোটেলে আজ বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছেন, শাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার পুণেতে ভারতের বিরুদ্ধে শাকিব খেলতে চান।
ভারতের বিরুদ্ধে ম্যাচে শাকিবের খেলার ঝুঁকি নিয়ে খালেদ মাহমুদের ব্যাখ্যা ছিল, ‘টুর্নামেন্টে এখনও ৬টা ম্যাচ বাকি। আমরা কেউ চাই না একটা ম্যাচ খেলে সে বাকি ম্যাচগুলো মিস করুক। তবে ফিজিওরা একটা সিদ্ধান্ত তো নেবেনই। এটা কোচের সিদ্ধান্ত নয়। শাকিবও তার ব্যাপারটা বুঝবে। আমরা চাই না যে শাকিব এই ম্যাচ খেলায় তার ক্যারিয়ারের জন্য সমস্যা হোক। কিংবা দীর্ঘ মেয়াদে কোনও বিপদে পড়ুক। আমরা চাইব, শাকিব যদি মনে করেন এবং ফিজিওর ছাড়পত্র পান তাহলে অবশ্যই খেলবে।’