scorecardresearch
 

ICC World Cup 2023 India VS Bangladesh: চোট নিয়েও খেলবেন সাকিব? চিন্তায় বাংলাদেশ

বিশ্বকাপে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে তো বটেই বিদেশেও সমালোচিত হচ্ছেন সাকিব আল হাসানরা। এর মাঝেই আরো এক খারাপ খবর বাংলাদেশ ফ্যানদের জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়ে পরের ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়লেন ক্যাপ্টেন সাকিব।

Advertisement
সাকিব আল হাসান সাকিব আল হাসান

বিশ্বকাপে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে তো বটেই বিদেশেও সমালোচিত হচ্ছেন সাকিব আল হাসানরা। এর মাঝেই আরো এক খারাপ খবর বাংলাদেশ ফ্যানদের জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়ে পরের ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়লেন ক্যাপ্টেন সাকিব।

ব্যাটিং করার সময়, বাম ঊরুতে চোট পান তিনি। তবে তারপর তিনি খেললেও পরেরদিকে সমস্যা হয়। পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে, যার আগে সাকিব সুস্থ না হলে বাংলাদেশের সম্ভাবনা আরো কিছুটা কমে যাবে। বাংলাদেশ দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী কয়েকদিন বাংলাদেশ ক্যাপ্টেনকে পর্যবেক্ষণে রাখা হবে। তারপরেই ঠিক করা হবে, তিনই ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলবেন কিনা। ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে চোট পান সাকিব। তবে তিনি চোট সামলে ব্যাটিং চালিয়ে যান। রান যাতে নিতে না হয় সেই জন্য বড় শট খেলতে থাকেন। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। ৪০ রানেই শেষ হয় তাঁর ইনিংস।

 

ব্যাটিং শেষ করার পর মাঝের ওভারগুলোতে বোলিংও করেন বাংলাদেশ ক্যাপ্টেন। তবে ভারতের বিরুদ্ধে কি তিনই পুরো ম্যাচ খেলতে পারবেন? প্রথম ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচ হেরে চাপে রয়েছে বাংলাদেশ। আর একটা ম্যাচ হারলে, বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে লিটন দাসদের। ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে নামছে পরপর তিন ম্যাচ জেতা টিম ইন্ডিয়া। হাতে রয়েছে মাত্র চারটি দিন। এখন দেখার এই চার দিনের মধ্যে সাকিব সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন কিনা। বাংলাদেশ দলে চোট আঘাতের সমস্যা কম নয়। ঘনঘন প্লেয়ারদের চোট একটা চিন্তার বিষয়। 

আরও পড়ুন

Advertisement

অপরদিকে যদিও টিম ইন্ডিয়া বেশ ছন্দে রয়েছে। প্রথমে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা রোহিত শর্মারা দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিয়েছেন আফগানিস্তানকে। এরপর শনিবার পাকিস্তানের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৭ উইকেটে বিরাট জয় পেয়েছে মেন ইন ব্লু।  

Advertisement