রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া লখনউয়ে ভারতের বিরুদ্ধে এই ম্যাচ ইংল্যান্ডের কাছে নক আউট ম্যাচ। এবারের বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই থ্রি লায়ন্সরা। অন্যদিকে ভারত এই ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবে।
কখন কীভাবে দেখবেন ম্যাচ?
ভারতীয় সময় দুপুর দু'টোয় শুরু হবে বিশ্বকাপের এই ম্যাচ।দুপুর দেড়টার সময় টস হবে। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসের নানা চ্যানেলে। ফ্রিতে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। গোটা বিশ্বকাপই ফ্রিতে দেখা যাচ্ছে হটস্টারে এর জন্য কোনও সাবস্ক্রিপশন লাগবে না। এই ম্যাচের আগে শনিবার ইডেন গার্ডেনসে বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচ দেখতে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের অবস্থা দেখে হতাশ সৌরভ। একের পর এক হারে বিপর্যস্ত দল। এখান থেকে সেমিফাইনালে জাওয়ার রাস্তাও বেশ কঠিন জো রুটদের।
মহারাজ বলেন, 'কোনও দিন ভাবিনি ইংল্যান্ড এ রকম খেলবে। তবে এটাই ক্রিকেট। আগে থেকে কিছু বলা যায় না।' টিম ইন্ডিয়াকে আগে থেকেই সেমিফাইনালে ওঠার কাজটা সেরে ফেলার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। সৌরভ বলেন, ‘এখনই বিশ্বকাপ জেতার কথা ভাবলে চলবে না। আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে এগোতে হবে। তার পরে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতে হবে।’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ নভেম্বর ইডেনে খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে ভাল খেলা দেখার আশায় রয়েছেন সৌরভ। এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা অনেক। তা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন। সেই কারণেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর কাছে কোনও বাড়তি টিকিট নেই। সৌরভ বলেন, ‘ভারতের ম্যাচ ঘিরে ইডেনে সব সময় উত্তেজনা থাকে। ভাগ্য ভাল যে আমি এখন বোর্ড সভাপতির পদে নেই। আমার কাছে কোনও বাড়তি টিকিট নেই।’
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ে খেলতে নামবে ভারত। সেই ম্যাচ জিতলে আধ ডজন জয়ের সঙ্গে সেমিফাইনালে এক পা দিয়ে দেবেন রোহিতেরা। আপাতত সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন তাঁরা।