scorecardresearch
 

ICC World Cup 2023 India VS New Zealand: রবিবার ধর্মশালায় ঝড়-বৃষ্টি! ভারত VS নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

রবিবার ধর্মশালায় মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের এই ম্যাচের মাঝেই বাধ সাধতে পারে বৃষ্টি। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই দলই কোনও ম্যাচ হারেনি। ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই চারটি করে ম্যাচ খেলে ৪টিতেই জিতেছে। তবে রান রেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড পয়েন্ট টেবলের শীর্ষে। ভারত দ্বিতীয় স্থানে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধেই হেরে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ রোহিত শর্মাদের সামনে। 

Advertisement
নিউজিল্যান্ড বনাম ভারত নিউজিল্যান্ড বনাম ভারত

রবিবার ধর্মশালায় মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের এই ম্যাচের মাঝেই বাধ সাধতে পারে বৃষ্টি। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই দলই কোনও ম্যাচ হারেনি। ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই চারটি করে ম্যাচ খেলে ৪টিতেই জিতেছে। তবে রান রেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড পয়েন্ট টেবলের শীর্ষে। ভারত দ্বিতীয় স্থানে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধেই হেরে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ রোহিত শর্মাদের সামনে। 


রবিবার এই ম্যাচে ভিলেন হয়ে উঠতে পারে বৃষ্টি। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার এবং ম্যাচের দিন অর্থাৎ রবিবারও ধর্মশালায় বৃষ্টির পাশাপাশি ঝড়ের সম্ভাবনাও থাকছে।  Accuweather.com-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার ধর্মশালায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ। তাপমাত্রাও অনেকটাই কম থাকবে। তবে ভালো ব্যাপার হল, খুব বেশি বৃষ্টি সম্ভবত হবে না। সারাদিন আকাশ মেঘলাই থাকবে। এমন কী রবিবারও ধর্মশালায় একই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি শুরু হবে দুপুর ২টোয়। আর সেই সময়েই বৃষ্টির সম্ভাবনা প্রবল।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার বিকেলে ৪০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচের মাঝে আধ ঘণ্টারও বেশি বৃষ্টি হতে পারে। এর মানে টসেও বিলম্ব হতে পারে। সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। তবে সন্ধ্যার পর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা প্রায় ১২-১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। এর মানে হল যে, খেলোয়াড়দের ঠান্ডা আবহাওয়ার মুখোমুখি হতে হবে এবং এই অবস্থায় ফাস্ট বোলাররা সন্ধ্যায় পিচ থেকে অতিরিক্ত সাহায্য পেতে পারেন।

আরও পড়ুন

২০১৯ বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে সেমিফাইনালের ম্যাচটি বৃষ্টিচে বিঘ্নিত হয়েছিল। তবে নক আউট পর্বের ম্যাচ হওয়ায়, তার জন্য রিজার্ভ ডে ছিল। সেই রিজার্ভ ডের দিনই ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া। 

Advertisement

Advertisement