scorecardresearch
 

ICC World Cup 2023 India VS New Zealand Match Update: একাই ৭ উইকেট শামির, ৭০ রানে জিতে ফাইনালে ভারত

India vs New Zealand Live Score, World Cup 2023 Semi-Final: সেমিফাইনালের হাইভল্টেজ ম্যাচে আজ ভারত বনাম নিউজিল্যান্ড। ওপেনিং জুটির অসাধারণ ইনিংসের দৌলতে বড় রান করেছে ভারত।

Advertisement
ভারতীয় টিম ভারতীয় টিম

India vs New Zealand: বড় রানের দিকে এগোচ্ছে ভারত। সেমিফাইনালে ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স। ম্যাচের প্রতিটি খবরের লাইভ আপডেট রইল।

  • ফের উইকেট নিলেন মহম্মদ শামি। ৬ উইকেট নিলেন তিনি। ৯ উইকেট হারাল নিউজিল্যান্ড। 
  • ৮ উইকেট হারাল নিউজিল্যান্ড, ফাইনালে ওঠার দোরগোড়ায় ভারত
  • এবার উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ক্যাচ ধরলেন রোহিত। 
  • বিশ্বকাপে সবথেকে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন শামি 
  • ২৯৫ রানে ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড, ভালো ক্যাচ জাদেজার
  • এক ওভারে ২০-রও বেশি রান দিল মহম্মদ সিরাজ 
  • বল হাতে কামাল শামির, ২৫০ রান পেরোল নিউজিল্যান্ড
  • উইলিয়ামসন-মিচেলের জুটিতে এগোচ্ছে কিউয়িরা, ২ উইকেটে পেরোল ১৫০
  • ৩৯ রানে দ্বিতীয় উইকেট হারাল কিউয়িরা। 
  • নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন, কনওয়েকে ফেরালেন শামি
  • ব্যাট করতে নেমেছেন কেন উইলিয়ামসন। 
  • নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন, কনওয়েকে ফেরালেন শামি
  • বিরাট কোহলিকে নিয়ে আবেগপ্রবণ সচিন
  •  
  • সেঞ্চুরি করে আউট শ্রেয়স
  • অপ্রতিরোধ্য ভারত? ৭০ বলে ১০৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। 
  • সেঞ্চুরি হাঁকালেন কোহলি
  • সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। ফের সেঞ্চুরি করলেন বিরাট কোহলি।
  • দুর্দান্ত ব্যাটিং শ্রেয়সের
  • চার মারলেন শ্রেয়স আইয়ার। ৪৩ বলে ৬০ রান। ২৮৫ রানে ১ উইকেট ভারতের।
  • সেঞ্চুরির পথে বিরাট কোহলি
  • ফের একটি সেঞ্চুরির পথে বিরাট কোহলি।
  • ফের ছয় শ্রেয়সের
  • আবার ছয় মারলেন শ্রেয়স। ২৫ বলে ৩৮ রান শ্রেয়সের। সেঞ্চুরির পথে এগোচ্ছেন কোহলিও।
  • দুর্দান্ত ছক্কা শ্রেয়সের
  • আবার একটি ছয় শ্রেয়স আইয়ারের। বিরাট কোহলি ৮০ বলে ৭৫ রান। শ্রেয়স ২২ বলে ৩০।
  • ৩০ ওভারে ২১৪ রান ভারতের
  • বিরাট কোহলির হাফ সেঞ্চুরি
  • রোহিত শর্মা আউট, চোট লেগে বাইরে গিল। তবুও লক্ষ্যে অবিচল বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৯ বলে ৫০ বিরাটের। 
  • ২৫ ওভার শেষ
  • ১ উইকেট হারিয়ে ভারতের রান ১৭৮। ক্রিজে ৪৫ রান করে অপরাজিত বিরাট কোহলি।
  • পায়ে চোট গিলের
  • পায়ে চোট শুভমন গিলের। রিয়াটার্ড হার্ট হলেন গিল। নামলেন শ্রেয়স আইয়ার।
  • বিরাট-গিলের জুটি 
  • ৬৪ বলে ৭৮ রানে খেলছেন গিল। ৪০ বলে ৩০ রানে খেলছেন বিরাট কোহলি। 
  • দেড়শো রানের গণ্ডি পার
  • গিল ও বিরাটের ভাল ব্যাটিংয়ের জেরে দেড়শো রানের গণ্ডি পার করল ভারত।
  • ছক্কা হাঁকালেন গিল
  • ফের ছয় মারলেন শুভমন গিল। পরের বলেই ৪ মারলেন।
  • শুভমনের হাফ সেঞ্চুরি
  • হাফ সেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল। ৪৩ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংসে ৭টি চার ও একটি ছয়।
  • ১০০ রানের গণ্ডি পার 
  • ১০০ রানের গণ্ডি পেরলো ভারত। হাফ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে শুভমন গিল।
  • আউট রোহিত শর্মা
  • ৪৭ রানে ক্যাচ আউট হলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। সাউদির বলে ক্যাচ আউট হলেন রোহিত। প্রথম উইকেট হারাল ভারত।
  • ৮ ওভারে ৭০ রান
  • দ্রুত অর্ধশতকের দিকে এগোচ্ছেন রোহিত শর্মা। ফের ৪ মারলেন গিল।  
  • ৫ ওভারেই ৫৭ রান ভারতের
  • রোহিত শর্মা ২১ বলে ৪৪ রান করে ফেললেন। 
  • চার ও ছক্কার বন্যা
  • দুরন্ত ফর্মে রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম ওভারেই ১০ রান ভারতের। ২ ওভারের পরে ১৮ রান। রোহিতের ১০ ও শুভমানের ৮ রান। 
  • টিম ইন্ডিয়ার একাদশে কারা?
  • আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র যাদব, মহম্মদ শামি, কূলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
  • দলে পরিবর্তন করেনি ভারত
  • ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি। 
  • টসে জিতল ভারতীয় দল
  • টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।  

Advertisement