India VS New Zealand: ভারতের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। যদিও ম্যাচে বৃষ্টি হয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মশালায় মুখোমুখি দুই দল। বেশ কঠিন লড়াই হবে দুই দলের মধ্যে। এবারের বিশ্বকাপে এখনও কোনও ম্যাচ হারেনি দুই দল।
জিতে গেল ভারত
নিউজিল্যান্ডকে হারিয়ে জিতল ভারতীয় দল।
আউট হলেন বিরাট
দারুণ ইনিংস খেলে আউট বিরাট। অল্পের জন্য সেঞ্চুরি মিস কিং কোহলির। ৯৫ রান করে আউট।
২০০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া
জয়ের দিকে এগিয়ে চলেছে ভারতীয় দল। বিরাট হাফ সেঞ্চুরি করে ফেলেছেন।
আউট হলেন সূর্যকুমার যাদব
সূর্যকুমারের ড্রাইভ করা একটি বল সোজা কভারের হাতে চলে যায়, কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে যান সূর্যকুমার যাদব।
আউট হলেন কেএল রাহুল
মিচেল স্য়ান্টনারের বলে স্টেপ আউট করে খেললেও প্যাডে লাগিয়ে ফেলেন রাহুল। আম্পায়ার আউট দেননি। কিন্তু নিউজিল্যান্ড রিভিউ নিলে আউট দেন থার্ড আম্পায়ার।
আউট হলেন গিল
আউট হলেন ভারতের দুই ওপেনার। আবার উইকেট ফার্গুসনের।
৪৮ রান করে আউট রোহিত
প্লেড অন হলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। ৭১ রানে ১ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
৫০ করে ফেলল ভারত
রান তাড়া করতে নেমে দারুণ শুরু ভারতের, বিনা উইকেটে ৫০ পেরল টিম ইন্ডিয়া
৪ ওভার শেষ
উইকেট না হারিয়ে ২৬ রান ভারতীয় দলের।
২ ওভারের খেলা শেষ
১৫ রান করেছে ভারতীয় দল। উইকেটে দুই ওপেনার গিল ও রোহিত।
এক ওভারে দুই উইকেট শামির
এক ওভারে দুই উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ফেলে দেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। ইনিংসের ৪৮তম ওভারে পরপর দুই বলে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে আউট করেন তিনি। যদিও হ্যাটট্রিক মিস করেন।
ড্যারেল মিচেলের সেঞ্চুরি
নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান ১০০ বলে সেঞ্চুরি করেন। এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি, যখন তিনি বিশ্বকাপে প্রথমবারের মতো এই কীর্তি অর্জন করেছিলেন।
৩৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১৮৭/৩
35 ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর 187/3। ১৫ ওভারের খেলা বাকি। খেলছেন টম ল্যাথাম (৭৯) ও ড্যারেল মিচেল (৫)।
তৃতীয় সাফল্য পেল ভারত, আউট হলেন রবীন্দ্র
২৫ ওভার শেষ
২ উইকেট হারিয়ে ১২৫ রান করে ফেলল নিউজিল্যান্ড।
দারুণ পার্টনারশিপ নিউজিল্যান্ডের
ধাক্কা সামলে ভালো খেলছে কিউয়িরা। ২ উইকেট হারালেও ৯০ রান করে ফেলেছে নিউজিল্যান্ড। উইকেটে ড্যারেল মিশেল ও রচিন রবীন্দ্র।
এসেই উইকেট শামির
১৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলল নিউজিল্যান্ড। আউট হলেন ইয়ং।
দারুণ বোলিং টিম ইন্ডিয়ার
রান আসছে না নিউজিল্যান্ডের। চাপ বাড়ছে কিউয়ি ক্রিকেটারদের উপর।
উইকেট হারাল নিউজিল্যান্ড
দারুণ ক্যাচ নিলেন শ্রেয়াস আইয়ার। সিরাজের বলে ০ রানেই আউট ডেভন কনওয়ে।
ভারতীয় দলে কারা?
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব, মহম্মদ শামি।
সুযোগ পেলেন শামি
হার্দিক পান্ডিয়া ও শার্দূল ঠাকুর দলে না থাকায় তাঁর জায়গায় এলেন পেসার মহম্মদ শামি ও সূর্যকুমার যাদব।
টসে জিতল ভারত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল।