প্রথম চার ম্যাচে দলে সুযোগ পাননি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেতেই জ্বলে উঠলেন মহম্মদ শামি। একাই তুলে নিলেন পাঁচ পাঁচটি উইকেট। একটা সময় যখন মনে হচ্ছিল নিউজিল্যান্ড বেশ সহজেই ৩৫০ করে ফেলবে কিউয়িরা। তবে রানের গতিতে লাগাম পড়ালেন শামি।
নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন শামি। ধর্মশালায় নতুন বলে শুরু করেন জসপ্রীত বুমরা। এরপর ভারতীয় পেসার মহম্মদ শামি নবম ওভারের প্রথম বলে তুলে নেন উইল ইয়ংয়ের উইকেট। এই উইকেট নিয়েই ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় অনিল কুম্বলেকে টপকে গেলেন মহম্মদ শামি। উইল ইয়ংয়ের পর আজ ধর্মশালায় শামির দ্বিতীয় শিকার রাচিন রবীন্দ্র। এক ওভারে দুই উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ফেলে দেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। ইনিংসের ৪৮তম ওভারে পরপর দুই বলে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে আউট করেন তিনি। যদিও হ্যাটট্রিক মিস করেন।
কেন শামিকে নেওয়া হল?
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট বিপদে ফেলে দিয়েছিল ভারতীয় দলকে। শেষদিকে ব্যাট করতে এসে বড় শট খেলার ক্ষমতা রয়েছে হার্দিকের। তার চেয়েও বড় কথা হল, হার্দিক বল হাতে উইকেট তুলতে পারেন। সেটা ভারতীয় দলের জন্য দারুণ কার্যকরী। মিডয়াম পেসার হলেও শর্ট বলে ব্যাটারদের বিব্রত করতে পারেন হার্দিক। তিনি না থাকায় দলে এসেছেন মহম্মদ শামি। নতুন বলে জসপ্রীত বুমরার সঙ্গে শুরু করবেন সিরাজ। পরের দিকে বল করতে আসবেন শামি।
শেষ পর্যন্ত ২৭৩ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। একটা সময় মাত্র ১৯ রানে ২ উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল কিউয়িরা। এখন রান তাড়া করতে নেমে ভারত কতটা ভালো খেলতে পারে সেটাই দেখার।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব, মহম্মদ শামি।