scorecardresearch
 

ICC World Cup 2023 India VS New Zealand: নিউজিল্যান্ডের কাছে গত বিশ্বকাপের হারের ভয় তাড়া করছে ? ছক্কা মারার স্টাইলে জবাব রোহিতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রেকর্ড খুব ভালো তা বলা যাবে না। টানা নয় ম্যাচ জিতে ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। তবুও অতীত পিছু ছাড়ছে না। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে নামার আগে এই একটা বিষয়ই ভাবাচ্ছে টিম ইন্ডিয়ার ফ্যানদের।

Advertisement
রোহিত শর্মা রোহিত শর্মা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রেকর্ড খুব ভালো তা বলা যাবে না। টানা নয় ম্যাচ জিতে ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। তবুও অতীত পিছু ছাড়ছে না। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে নামার আগে এই একটা বিষয়ই ভাবাচ্ছে টিম ইন্ডিয়ার ফ্যানদের। গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। সেই দগদগে ঘায়ের ক্ষত এখনও ভারতীয় ফ্য়ানদের বুকে। ওয়াংখেড়েতে নামার আগে রোহিত শর্মা (Rohit Sharma) সাংবাদিক বৈঠকে যদিও সাফ বলে দিলেন, অতীতের কোনও আতঙ্কই তাডা় করছে না তাঁর টিমকে।

ভারতীয় দলের ক্যাপ্টেন বলেন, 'অতীতের ঘটনা শুধু আপনাদেরই মাথায় রয়েছে। আমি মনে করি না গত বিশ্বকাপে কী ঘাটেছে তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন রয়েছে। ১৯৮৩ সালে যখন ভারত বিশ্বকাপ জিতেছিল, তখন আমরা জন্মাইনি। দলের অর্ধেকে ২০১১ বিশ্বকাপ জেতার আগে ক্রিকেট খেলেনি। আমি কখনও দেখিনি এই দলের কেউ অতীতের বিশ্বকাপ জেতা নিয়ে কথা বলছে। ফোকাস একটাই। আরও ভালো কী করে করতে পারি। আরও উন্নতি কী ভাবে সম্ভব। এটাই এই দলের মাধুর্য। প্রথম ম্য়াচ থেকেই আমাদের লক্ষ্য় ছিল ম্য়াচ ধরে ধরে খেলা ও জেতা।'

টিম ইন্ডিয়ার এই বিজয়রথের নেপথ্যে কিন্তু রয়েছে রোহিত শর্মার ব্যক্তিগত সাফল্যও। তাঁর ব্য়াটিং, ভারতীয় দলের বাকি ব্যাটারদের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে। বড় ইনিংস খেলার সুযোগ না পেলেও ছোট ইনিংসেই ভারতের হয়ে শুরুটা মারকাটারি করেছেন তিনি। ৯ ম্য়াচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫০৩ রান। যার মধ্যে রয়েছে তিনটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। রোহিতের নিঃস্বার্থ ব্যাটিং নিয়েও অনেক কথা হয়েছে। 

তবে বিশ্বকাপ জিততে যে কিছুটা হলেও ভাগ্যের সাহায্য দরকার তা মানছেন রোহিত। রোহিত বলেন, ‘সেমিফাইনালের মতো ম্যাচে একটু ভাগ্যের সাহায্য দরকার। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করব। আশা করি ভাগ্য সাহসীদের সঙ্গ দেবে।’ 

Advertisement

Advertisement