হামাস এবং ইজরায়েলের মধ্যে চলা যুদ্ধের প্রসঙ্গ আবারও উঠে এসেছে 2023 ওয়ানডে বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করার পর সম্প্রতি এই যুদ্ধের কথা মনে করিয়ে দিয়েছিলেন পাকিস্তান দলের তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। এখন দ্বিতীয়বারের এই 'হামাস-ইসরায়েল যুদ্ধ' -এর প্রসঙ্গ উঠে এসেছে ভারত-পাকিস্তানের ম্যাচে। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। ভাইরাল পোস্টে ভারতকে ধন্যবাদ জানিয়েছে ইজরাইল।
এই ম্যাচ চলাকালীন, একজন দর্শককে স্ট্যান্ডে একটি পোস্টার নাড়তে দেখা গেছে। তাঁর ছবিও ভাইরাল হচ্ছে। সেই দর্শক পোস্টারে লিখেছেন, 'সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত।' দর্শকও পোস্টারের নিচে নিজের নাম লিখেছেন। এই পোস্টারের ছবি X (আগের টুইটার)অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ইজরাইলও এর জবাব দিয়েছে। ইজরায়েল, তেরঙ্গা এবং লাভ ইমোজি সহ প্রতিক্রিয়ায় লিখেছে: 'ভারতকে ধন্যবাদ।'
সেঞ্চুরি গাজার জনগণের জন্য উৎসর্গ করেছিলেন রিজওয়ান
সম্প্রতি হায়দরাবাদে ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ খেলেছে। এই ম্যাচে রিজওয়ান ১৩১ রানের সেঞ্চুরি ইনিংস খেলে পাকিস্তানকে ৬ উইকেটে জিততে সাহায্য করেন। এই ম্যাচের পরদিনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন রিজওয়ান। এই পোস্টের মাধ্যমে রিজওয়ান তাঁর সেঞ্চুরিটি গাজা উপত্যকার মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। এরপর রিজওয়ান এক্স-এ পোস্টটি শেয়ার করে লিখেছেন, 'এটি (সেঞ্চুরি) আমাদের গাজার ভাই-বোনদের জন্য। এই জয়ে অবদান রাখতে পেরে খুব খুশি। এর কৃতিত্ব পুরো দল এবং বিশেষ করে আব্দুল্লাহ শফিক ও হাসান আলীর। হায়দরাবাদের জনগণকে তাদের চমৎকার আতিথেয়তা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ।
শুক্রবার ইজরাইল গাজায় বসবাসরত মানুষকে ২৪ ঘণ্টার মধ্যে গাজা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইজরায়েল ক্রমাগত হামাসের ঘাটি লক্ষ্য করে বোমাবর্ষণ করছে। জাতিসংঘের মতে, ৪০০,০০০ এরও বেশি গাজাবাসীকে উপত্যকার দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে।
এ পর্যন্ত উভয় পক্ষের প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে
৭ই অক্টোবর হামাস ইজরায়েলে ব্যাপক হামলা চালায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। হামলায় ইজরায়েলে ১৩০০ জনেরও বেশি নিহত হয়েছেন। ইজরায়েলের পাল্টা হানায় গাজায় ১৫৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এমনটাই দাবি করেছে ইজরাইল।