আরও একবার দেখা যেতে পারে ভারত বনাম পাকিস্তান লড়াই। এবারের বিশ্বকাপেই ফের মুখোমুখি হতে পারে দুই চির প্রতিদ্বন্দ্বী দুই দল। সএই ম্যাচ হতে পারে ইডেন গার্ডেনসেও। অনেকগুলি ম্যাচ হেরে বেশ সমস্যায় থাকলেও সেমিফাইনালের লড়াইয়ে প্রবল ভাবে রয়েছে বাবর আজমদের দল। ফলে এই সমস্ত সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কীভাবে শেষ চারে যেতে পারে পাকিস্তান?
পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন বাবরেরা। সাত ম্যাচে তাঁদের পয়েন্ট ৬। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং ১১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। পাশাপাশি, আফগানিস্তানকে তাদের বাকি দুই ম্যাচে দু’টিতেই হারতে হবে। তা হলে পাকিস্তান পৌঁছে যাবে ১০ পয়েন্টে। পয়েন্ট তালিকার ছ’নম্বরে থাকা আফগানিস্তান আবার আটকে যাবে ৮ পয়েন্টে। নিউজিল্যান্ডকেও তাদের বাকি দু’টি ম্যাচেই হারতে হবে। শনিবার পাকিস্তানের কাছে তো বটেই, ৯ নভেম্বর শ্রীলঙ্কার কাছেও হারতে হবে তাদের। তা হলে কিউয়িরাও আটকে যাবে ৮ পয়েন্টে। ইংল্যান্ড বা বাংলাদেশের ১০ পয়েন্টে পৌঁছনোর সম্ভাবনা নেই। নেদারল্যান্ডসের পক্ষেও শেষ তিনটি ম্যাচ জিতে ১০ পয়েন্ট পাওয়া খুবই কঠিন। এমনটা হলে চতুর্থ দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে পাকিস্তান।
ভারতকেও জিততে হবে বাকি দুই ম্যাচ
পাকিস্তান যদি চার নম্বর দল হয়ে ওঠে, তা হলে ভারতীয় দলকে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করতে হবে। তা হলেই সেমিফাইনাল ম্যাচ পড়বে পাকিস্তানের বিরুদ্ধে। সেক্ষেত্রে ম্যাচ হবে কলকাতায় ১৬ নভেম্বর। ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দু’দল। রোহিতেরা যদি লিগ পর্ব দ্বিতীয় হয়ে শেষ করে তা হলেও সুযোগ থাকবে ভারত-পাকিস্তান লড়াইয়ের। সে ক্ষেত্রে দুই দলকেই সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে যেতে হবে। তা হলে ১৯ নভেম্বর আমদাবাদের ফাইনালে মুখোমুখি হবেন রোহিতদের মুখোমুখি হবেন বাবরেরা।
এবারের বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ম্যাচে হারের পর থেকেই আর সেভাবে ছন্দ খুঁজে পাচ্ছেন না বাবররা। অন্যদিকে টিম ইন্ডিয়া আবার সাত ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে চলে গিয়েছে। এখন দেখার বাবররা নিজেদের কাজ ঠিকভাবে করতে পারেন কিনা।