scorecardresearch
 

ICC World Cup 2023 India VS Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন শুভমান? যা জানালেন রোহিত

ভারত পাকিস্তান ম্যাচের আগে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ভারতীয় দলের ওপেনার শুভমন গিল। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন জানিয়েছেন ৯০ শতাংশ সুস্থ গিল। 

Advertisement
শুভমন গিল শুভমন গিল

ভারত পাকিস্তান ম্যাচের আগে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ভারতীয় দলের ওপেনার শুভমন গিল। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন জানিয়েছেন ৯০ শতাংশ সুস্থ গিল। 

খেলবেন গিল?
ইতিমধ্যেই আহমেদাবাদের নেটে প্রস্তুতি শুরু করে দিয়েছেন গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও, পাকিস্তানের বিরুদ্ধে যে তিনি নামতে পারেন, তা বোঝা গিয়েছিল আগেই। আর এবার ম্যাচের আগের দিন গিলের শারীরিক পরিস্থিতির ব্যাপারে কথা বলতে গিয়ে রোহিত বলেন, 'প্রত্যেকদিনই নতুন একটা চ্যালেঞ্জ। গিল ৯৯ শতাংশ ফিট হয়ে উঠেছে। আমাদের কাছে প্রত্যেক দিনই নয়া চ্যালেঞ্জ। আগের ম্যাচগুলো থেকে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামব।' শনিবার বাবর আজমদের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। দুই দলই প্রথম দুই ম্যাচে জিতে মাঠে নামবে।
 

ডেঙ্গির জেরে হাসপাতালে যেতে হয়েছিল গিলকে
ডেঙ্গির জেরে গিলকে চেন্নাইয়ের হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। মনে করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে শুভমন গিলকে খেলতে দেখা যেতে পারে। সে কারণেই অনুশীলন শুরু করে দিয়েছেন গিল। সূত্রের খবর, এদিন বেশ কিছুটা সময় নেটে ছিলেন গিল। বুধবার দুপুরেই আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন ওপেনার। আর তারপর আজকে তাঁর ব্যাট হাতে নামা স্বস্তি দিচ্ছে ভারতীয় দলের ফ্যানদের। বিশ্বকাপ অভিযান শুরুর আগে শুভমন গিলের ডেঙ্গির খবর চিন্তায় ফেলে দিয়েছিল ভারতীয় সমর্থকদের। চিন্তা আরও বেড়ে গিয়েছিল প্লেটলেট কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সেই খবর আরও উদ্বেগ বাড়িয়েছিল। 

তবে গিল নেটে ব্যাট হাতে ফিরে আসার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই বলতে থাকেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও দেখা যেতে পারে গিলকে। তবে ডেঙ্গি হলে শরীর খুবই দুর্বল হয়ে পড়ে। ফলে সেই অবস্থায় ৫০ ওভারের ম্যাচ খেলা বেশ সমস্যা হতে পারে। সেই কথা মাথায় রেখেই হয়ত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গিলকে খেলানোর ঝুঁকি নেবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  

Advertisement


     

Advertisement