ICC World Cup 2023: ভারত এবং পাকিস্তানের মধ্যে ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর মহা সংগ্রাম আজ ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে> আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই দেবীপক্ষের ঠিক সূচনার দিন পাক বধে নামতে চলেছে ভারত আর্মি। ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজে জয় হাসিল করার পর আফগানিস্তানের বিরুদ্ধেও অনায়াস জয় পেয়েছে। যখন পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া খেলতে নামে, তখন প্লেইং ইলেভেন নিয়ে একবার আরও একবার সাসপেন্স তৈরি করতে পেরেছিল।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ভাল প্রদর্শনের পর নিশ্চিতভাবেই রোহিত শর্মা আরও একবার ইনিংসের সূচনা করবেন। কিন্তু তাঁর সঙ্গে কে এখন ওপেনিংয়ে নামবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। মনে করা হচ্ছে টিম ইন্ডিয়ায় দুই থেকে তিনটি বদল হতে পারে।আসলে আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত এন্ড কোম্পানির কিছু খেলোয়াড়দের পারফরম্যান্স তেমন ছিল না, যা আশা করা হয়েছিল। সেই মানক তাঁরা ছুতে পারেননি।
বিশেষ করে বোলিংয়ে মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর সাদামাটা পারফরমেন্স দিয়েছেন। ৪৭ রান করলেও খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি ইশান কিসানকেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে কিষান মিচেল স্টার্কের অনেকটা বাইরের ওয়াইড হতে চলা ডেলিভারিতে খোঁচা মেরে দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হয়ে যান যার পর ম্যাচে অস্ট্রেলিয়া আউট হয়ে যান যদি আফগানিস্তানের বিরুদ্ধে দুজনেই নিজেদের পারফরমেন্স শুধরে নিয়েছেন
এই ম্যাচে কি খেলতে পারবেন গিল?
ভারতীয় দল সূত্রের খবর, অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন শুভমন গিল। যদিও আজকের ম্যাচে তিনি খেলছেন কিনা তা স্পষ্ট করে জানানো হয়নি। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে গিল প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, 'গিল ৯৯ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন।' ডেঙ্গি আক্রান্ত হওয়ায় প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের ওপেনার। প্লেটলেট কমে যাওয়ায় চেন্নাইয়ের হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল গিলকে। তবে বৃহস্পতিবার আহমেদাবাদের নেটে ব্যাট করতে দেখা গিয়েছে গিলকে। আর সেটাই স্বস্তি দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। তবে ১ শতাংশ কিন্তু রেখে দেওয়ার কারণেই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন এটা ১০০ শতাংশ নিশ্চিত। সেখানে অলরাউন্ডারের জায়গায় হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা কনফার্ম। এই দুজন ছাড়া বোলিং অর্ডারের জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদবের খেলা একেবারেই পাকা। বাকি চারজনের মধ্যে যদি শুভমন ফেরেন তাহলে ইশানকে জায়গা হারাতে হবে। শ্রেয়সের ওপর হয়তো এখনই কোপ পড়বে না। অন্যদিকে শার্দুলকে সরিয়ে দলে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। আর একটা জায়গা নিয়ে সমস্যা কিছুটা তৈরি হয়েছে, তা হল মহম্মদ সিরাজ। আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে প্রচুর রান দিয়েছেন তিনি। তাঁর জায়গায় মহম্মদ শামিকে ফেরানো হতে পারে। আইপিএলে শুভমানের মতোই শামিও গুজরাট টাইটান্সের হয়ে খেলেন। সেটি তাঁর প্লাস পয়েন্ট। মাঠ ভাল চেনেন তিনি।
দলে জায়গা পাবেন অশ্বিন?
ভারতীয় দল হয়ত দুই স্পিনার নিয়েই আহমেদাবাদে খেলতে নামবে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অশ্বিন। শামি ও সিরাজের মধ্যে সিরাজের দলে থাকার সম্ভাবনা বেশি। তবে গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সিরাজ অনেক রান খেয়েও উইকেট নিতে পারেননি। সেই কারণেই তাঁর জায়গায় শামির খেলার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। যদিও প্রথম দুই ম্যাচে যে দল খেলিয়ে ভয়ার্ত জয় পেয়েছে তাতে বিশেষ বদল আসার সম্ভাবনা প্রায় নেই।
গিল দলে এলে বাদ জাবেন কে?
গিল দলে এলে বাদ পড়তে হবে ইশান কিশানকেই। আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানের ইনিংস খেললেও, তাঁকে বাদ পড়তে হতে পারে বলেই মনে করা হচ্ছে।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান/শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
পাকিস্তান: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (সি), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী/মহম্মদ ওয়াসিম, হারিস রউফ।