scorecardresearch
 

ICC World Cup 2023 India VS Pakistan: ভারত VS পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা গিলের, কেমন হতে পারে দল

শুভমন গিলের খেলা নিয়ে ধোঁয়াশার মাঝেই শনিবার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে খেলতে নামছে ভারত-পাকিস্তান। পরপর দুই ম্যাচ জিতেছে দুই দলই ফলে দারুণ ছন্দে আছেন দুই দলের ক্রিকেটাররা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। 

Advertisement
রোহিত শর্মা ও শুভমন গিল রোহিত শর্মা ও শুভমন গিল

শুভমন গিলের খেলা নিয়ে ধোঁয়াশার মাঝেই শনিবার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে খেলতে নামছে ভারত-পাকিস্তান। পরপর দুই ম্যাচ জিতেছে দুই দলই ফলে দারুণ ছন্দে আছেন দুই দলের ক্রিকেটাররা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। 

এই ম্যাচে কি খেলতে পারবেন গিল?
ভারতীয় দল সূত্রের খবর, অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন শুভমন গিল। যদিও আজকের ম্যাচে তিনি খেলছেন কিনা তা স্পষ্ট করে জানানো হয়নি। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে গিল প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, 'গিল ৯০ শতাংশ সুস্থ হয়ে উঠেছে।' ডেঙ্গি আক্রান্ত হওয়ায় প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের ওপেনার। প্লেটলেট কমে যাওয়ায় চেন্নাইয়ের হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল গিলকে। তবে বৃহস্পতিবার আহমেদাবাদের নেটে ব্যাট করতে দেখা গিয়েছে গিলকে। আর সেটাই স্বস্তি দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। 

দলে জায়গা পাবেন অশ্বিন?
ভারতীয় দল হয়ত দুই স্পিনার নিয়েই আহমেদাবাদে খেলতে নামবে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অশ্বিন। শামি ও সিরাজের মধ্যে সিরাজের দলে থাকার সম্ভাবনা বেশি। তবে গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সিরাজ অনেক রান খেয়েও উইকেট নিতে পারেননি। সেই কারণেই তাঁর জায়গায় শামির খেলার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। যদিও প্রথম দুই ম্যাচে যে দল খেলিয়ে ভয়ার্ত জয় পেয়েছে তাতে বিশেষ বদল আসার সম্ভাবনা প্রায় নেই।

গিল দলে এলে বাদ জাবেন কে?
গিল দলে এলে বাদ পড়তে হবে ইশান কিশানকেই। আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানের ইনিংস খেললেও, তাঁকে বাদ পড়তে হতে পারে বলেই মনে করা হচ্ছে।     

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান/শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

Advertisement

পাকিস্তান: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (সি), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী/মহম্মদ ওয়াসিম, হারিস রউফ।

Advertisement