scorecardresearch
 

ICC World Cup 2023 India VS South Africa: দঃআফ্রিকার বিরুদ্ধে দলে বড় পরিবর্তন? সুযোগ পেতে পারেন এই ক্রিকেটার

টিম ইন্ডিয়া এবারের ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে। টানা সাতটি ম্যাচ জিতে শীর্ষে রোহিত শর্মার দল। ভারতীয় দল আজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেনে। ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই সেমিফাইনালে উঠেছে। সেই কারণেই সেরা দুই দলের এই ম্যাচটিকে 'ফাইনালের আগে ফাইনাল' বলা হচ্ছে।

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া

টিম ইন্ডিয়া এবারের ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে। টানা সাতটি ম্যাচ জিতে শীর্ষে রোহিত শর্মার দল। ভারতীয় দল আজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেনে। ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই সেমিফাইনালে উঠেছে। সেই কারণেই সেরা দুই দলের এই ম্যাচটিকে 'ফাইনালের আগে ফাইনাল' বলা হচ্ছে।

এই ম্যাচে সবার নজর থাকবে 'বার্থডে বয়' বিরাট কোহলির দিকে। ওয়ানডে ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলার হাতছানি তাঁর সামনে।তবে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে দক্ষিণ আফ্রিকাও। নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি ম্যাচ ছাড়া বাকি ৬ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত এখন পর্যন্ত চ্যাম্পিয়নের মতো খেলেছে এবং তাদের লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতে প্রথম অবস্থান ধরে রাখা। ইডেন গার্ডেনের পিচ ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল, কিন্তু পরে স্পিনাররাও ভালো সাহায্য পান। ফলে ভারত এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন খেলবে কি না সেটাই দেখার। অশ্বিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেবল প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে শেষ তিন ম্যাচে ভারত দুর্দান্ত খেলেছে। ফলে প্লেয়িং-১১-এ কোনো পরিবর্তন না হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এখন পর্যন্ত একটি পদক্ষেপও ভুল করেনি। কোহলি ৪৪২ রান এবং রোহিত ৪০২ রান করেছেন এই টুরনামেন্টে। পাশাপাশি কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার দরকার মতো ইনিংস খেলেছেন। এই বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় ক্রিয়ে দিয়েছিলেন। শ্রেয়াস আইয়ারও ৮২ রান করে ফর্মে ফিরেছেন।

আরও পড়ুন

অন্যদিকে জসপ্রীত বুমরা ১৫টি এবং মহম্মদ শামি ১৪টি উইকেট নিয়েছেন এই বিশ্বকাপে। বুমরা ৭টি ম্যাচেই খেলেছেন, আর শামি মাত্র ৩ ম্যাচে এই কীর্তি গড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে মহম্মদ সিরাজও ৭ ওভারে মাত্র ১৬ রানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন। এর ফলে শ্রীলঙ্কা দল ৫৫ রানে গুটিয়ে যায়। স্পিনাররাও কম যান না, কুলদীপ যাদব ১০ উইকেট এবং রবীন্দ্র জাদেজা ৯ উইকেট নিয়েছেন বিশ্বকাপে। 
দ্রুত প্যাভিলিয়নে পাঠাতে হবে ডিকককে
দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ ছন্দে কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপে তাঁর রান ৫৪৫। বোলারদের জন্য দুঃস্বপ্নের মতো চলছে তাঁর ব্যাট। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল ৫ বার ৩০০-এর উপরে রান করেছে, যার মধ্যে এইডেন মার্করাম ৭ ইনিংসে ৩৬২ রান, রাসি ভ্যান ডের ডুসেন ৭ ইনিংসে ৩৫৩ রান এবং হেনরিখ ক্লাসেন ৩১৫ রান গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের বোলিং আক্রমণ ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার ক্ষমতা রাখে। এখনও পর্যন্ত ৭ ম্যাচে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন মার্কো জ্যানসেন।

Advertisement

ভারতের সম্ভাব্য প্লেয়িং-১১: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক) সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্লেয়িং-১১: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি।

Advertisement