রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের অষ্টম ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। টানা সাত ম্যাচ জিতে বিশ্বকাপে দারুণ ফর্মে রোহিত শর্মার ভারত। সাত ম্যাচ জিতে যাওয়ায় সেমিফাইনালে যাওয়াও নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। শনিবারের ম্যাচে নিউজিল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দেওয়ায় শেষ চারে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও।
কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
ইডেন গার্ডেনসে এই ম্যাচ দেখতে প্রচুর মানুষ আসছেন কলকাতায়। বিভিন্ন জেলা থেকে ক্রিকেট ফ্যানরা আসতে শুরু করে দিয়েছেন। টিকিটের হাহাকার শহরজুড়ে। টিকিট নিয়ে ইডেনে বিতর্কও কম হয়নি। সিএবি-র সামনে বিক্ষোভও কম হয়নি। তবে টিকিট না পেলেও চিন্তা নেই। ফ্রিতেই দেখতে পাবেন ম্যাচ। টিভিতে এই ম্যাচ দেখানো হবে স্টার স্পোর্টসে। আর লাইভ স্ট্রিমিং দেখতে হলে ইনস্টল করতে হবে ডিজনি প্লাস হটস্টার। ফ্রিতেই দেখা যাবে গোটা বিশ্বকাপ। দুপুর দু'টোয় ম্যাচ শুরু হলেও দেড়টায় হবে টস।
কেমন হবে পিচ?
ইডেনের পিচে সাধারণভাবে ব্যাটার বা বোলার উভয়ের জন্যই সুবিধা থাকে। রবিবারও ইডেনে তেমনই হতে পারে। উইকেটে বাউন্স থাকবে। আর এটাই বেশ খুশি করেছে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়কেও। শুক্রবার কলকাতায় আসার পরেই সোজা ইডেনে চলে আসেন দ্রাবিড়। উইকেট খতিয়ে দেখেন। রোহিত শর্মা, বিরাট কোহলিরা ব্যাটে বল এলে ভালো খেলেন। পাশাপাশি ভারতের তিন পেসারও দারুণ ছন্দে। ফলে এই উইকেটে তারাও সুবিধা পাবেন।
দলে পরিবর্তনের সম্ভাবনা কম
টানা সাত ম্যাচ জিতে যাওয়া টিম ইন্ডিয়া অষ্টম ম্যাচে দলে পরিবর্তন নাও করতে পারে। কারণ বিশ্বকাপে দারুণ ছন্দে দল। এই কারণেই হয়ত দলে পরিবর্তন করবেন না রোহিতরা।
সম্ভাব্য দল- রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ,জসপ্রীত বুমরা