scorecardresearch
 

ICC World Cup 2023 India VS South Africa Update: ইডেনে একতরফা জয় ভারতের, ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল টিম ইন্ডিয়া

আজ বিরাট কোহলির জন্মদিন। আর সেই দিনই দক্ষিণ আফ্রকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। তাও আবার কলকাতার ইডেন গার্ডেনসে। টিকিটের হাহাকার শহরজুড়ে। পিচ থেকে স্পিনাররা কিছুটা হলেও সাফল্য পেতে পারেন বলে মনে করা হচ্ছে। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া

আজ বিরাট কোহলির জন্মদিন। আর সেই দিনই দক্ষিণ আফ্রকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। তাও আবার কলকাতার ইডেন গার্ডেনসে। টিকিটের হাহাকার শহরজুড়ে। পিচ থেকে স্পিনাররা কিছুটা হলেও সাফল্য পেতে পারেন বলে মনে করা হচ্ছে। 

৭ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

আবার উইকেট নিলেন জাদেজা। একাই ৪ উইকেট তাঁর। ৬৭ রানে ৭ উইকেট হারাল দঃ আফ্রিকা।

৬ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

আবার উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ৫৯ রানে ৬ উইকেট হারাল দঃ আফ্রিকা। 

৫ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

উইকেট শামির, ৪০ রানেই অর্ধেক দঃআফ্রিকা দল প্যাভেলিয়ানে

আবার উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ৪০ রানে ৪ উইকেট হারাল তারা। দুই উইকেট জাদেজার। 

আউট বাভুমা

দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেনকে বোল্ড করলেন জাদেজা। ২২ রানে ২ উইকেট হারাল দঃআফ্রিকা।

শুরুতেই উইকেট তুলে নিল ভারত

৬ রানের প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। 

৩২৭ রানের লক্ষ্য

বিরাট লক্ষ্য দক্ষিণ আফ্রিকার সামনে। ৩২৬ রান করেছে ভারতীয় দল। 

সচিনকে ছুঁলেন বিরাট

১০০ করে ফেললেন বিরাট কোহলি। ৩০০ পেরল ভারতের স্কোর। ৪৯ টি হাফ সেঞ্চুরি করে সচিনকে ছুঁলেন বিরাট। তাও আবার জন্মদিনে। 

দারুণ ক্যাচ ভ্যান ডার ডুসেনের

আউট হলেন রাহুল। বড় শট খেলতে গিয়ে আউট টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন। ৮ রান করে ফিরলেন রাহুল। 

৭৭ রান করে আউট শ্রেয়াস

বড় শট খেলতে গিয়ে আউট শ্রেয়াস। ২২৭ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল। সাত উইকেট হাতে রয়েছে টিম ইন্ডিয়ার।  

Advertisement

হাফ সেঞ্চুরি বিরাটের

সময় নিয়ে খেলছেন বিরাট। ইডেনের এই উইকেটে রান করা সহজ নয়। এর মধ্যেই হাফ সেঞ্চুরি করে ফেললেন কোহলি। জন্মদিনে হাফ সেঞ্চুরি করলেন বিরাট।  

ইডেনে বল ঘুরতে শুরু করেছে

ইডেনে দক্ষিণ আফ্রিকার পেসাররা সুবিধা না পেলেও, স্পিনাররা দারুণ বল করছেন কেশব মহারাজের বল বেশ কিছুটা ঘুরছে।

উইকেট হারাল ভারত

স্পিনার আসতেই উইকেট পেল দক্ষিণ আফ্রিকা। আউট হলেন শুভমন গিল। মহারাজের বলে ২৪ রান করে বোল্ড টিম ইন্ডিয়ার ওপেনার।

আউট হলেন রোহিত

রানের গতি বাড়াতে গিয়ে আউট হলেন রোহিত শর্মা। ৪০ রান করে আউট টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। 

৫০ পেরিয়ে গেল ভারত

পঞ্চম ওভারে ছক্কা মেরে দলের রান ৫০ টপকে দিলেন রোহিত। দারুণ ছন্দে ভারতের ওপেনাররা। 

২ ওভার শেষ

উইকেট না হারিয়ে ২২ রান করে ফেলেছে টিম ইন্ডিয়া। 

দলে কোনও পরিবর্তন করেনি ভারত

ভারত: শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

টসে জিতল টিম ইন্ডিয়া

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। 

সেজে উঠেছে কলকাতা

বিরাটের জন্মদিন পালনে সেজে উঠেছে কলকাতা। 

 

Advertisement