রবিবার ইডেন গার্ডেন্সে দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। জন্মদিনে সেঞ্চুরিও পেয়েছেন কিং কোহলি। ইডেনের ৭০ হাজার দর্শক যখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ভারতের বড় জয়, ঠিক সেই সময়ই ঘটে গেল দুর্ঘটনা। তবে ইডেনের ভেতরে নয়, বাইরে।
কী ঘটেছিল?
ভারতীয় দল জিতে যাওয়ার পর, প্রচুর বাজি পোড়ানো হয় ইডেনে। সেই বাজি দেখে ভয় পেয়ে যায় ময়দানের পুলিশের ঘোড়াগুলি। সেই সময় কয়েকজন পুলিশকর্মীও ছিলেন। ভয় পেয়ে এই ঘোড়া গুলি এদিক ওদিক ছুটতে শুরু করে দেয়। ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না পুলিশ কর্মীরা। এই ঘটনায় আহত হন দুই পুলিশকর্মী। আহত হন কয়েকজন সাধারণ দর্শকও। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহত পুলিশকর্মীদের দেখতে হাসপাতালে আসেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল। এর মধ্যেই হার্ট অ্যাটাকে মারা যায় এক ঘোড়া।
রবিবার দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে দেয় ভারতীয় দল। শুরুতে ব্যাট করে বিরাটের সেঞ্চুরি, রোহিতের ঝোড়ো ব্যাটিং, শ্রেয়াস আইয়ারের সাবধানী ইনিংসে ভর করে ভারতীয় দল পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে প্রতিরোধই গড়ে তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা।
দারুণ ফর্মে থাকা কুইন্টন ডি কক আউট হন মাত্র ৫ রান করে। রাসি ভ্যান ডার ডুসেন বা ডেভিড মিলারও রান পাননি।
অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৩ রানে অল আউট হয়ে যায়। একাই পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতীয় বোলিং-এর তারকা রবীন্দ্র জাদেজা। ঘরের মাঠে তিন উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার লড়াইয়ে দারুণ ভাবে ঢুকে পড়লেন মহম্মদ শামি। এই জয়ের ফলে শীর্ষে থেকেই গ্ৰুপ পর্বের খেলা শেষ করতে চলেছে টিম ইন্ডিয়া। রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।