জন্মদিনে ইডেনে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। বিশ্বকাপের মঞ্চে ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। আর সেই ইনিংসের পরে বেশ তৃপ্ত কিং কোহলি। ভারতের ব্যাটিং শেষ হওয়ার পর দলের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। ইডেনের এই উইকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের জন্য ৩২৭ রান যথেষ্ট বলেই মত তাঁর।
প্রায় তিন ঘন্টা ব্যাটিং করে সেঞ্চুরি করার পর বিরাট জানিয়ে দেন, 'এই উইকেটে ব্যাট করা বেশ কঠিন। আমরা শুরু থেকে ভালো ব্যাট করেছি। আমার কাজ ছিল সেই গতি ধরে রাখা। কিন্তু দশ ওভারের পর বল গ্রিপ করতে শুরু করে এবং উইকেটের গতি কমতে থাকে।' তা হলেও কীভাবে বিরাট তাঁর ইনিংস এগিয়ে নিয়ে গেলেন? কোহলি বলেন, 'আমার কাজ ছিল যতটা সম্ভব বেশি সময় উইকেটে কাটানো। শ্রেয়াসও ভালো মারতে শুরু করে। আমরা ভাবিনি যে ৩২৬ তে করতে পারব।'
তবে বিরাট মনে করেন জেতার মতো রান করে ফেলেছে তাঁর দল। কোহলি বলেন, 'আমার মনে হয়, আমরা এই উইকেটে যথেষ্ট রান করে ফেলেছি। আমাদের বোলিংও বেশ ভালো।' শ্রেয়াস আইয়ারের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে ভারতের রান ৩০০ পার করেন বিরাট। সেই জুটি প্রসঙ্গে বিরাট বলেন, 'এশিয়া কাপের আগে আমরা অনেক অনুশীলন সেশন করেছি। আমরা দু'জনই স্পিনারদের বিপক্ষে ভালো খেলেছি। ভারতের হয়ে খেলার প্রতিটি সুযোগই একটি বিশেষ সুযোগ, স্বপ্নের ব্যাপার।'
এদিন ১২১ বলে ১০১ রানের দারুণ ইনিংস খেলেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ১০টা চার। একটাও ছক্কা মারেননি কিং কোহলি। আসলে দুই উইকেট হারিয়ে ফেলার পরে ইনিংস ধরে রাখার দরকার ছিল। আর সেই জন্যই ধরে খেলার চেষ্টা করতে থাকেন বিরাট। তবে এদিন একবারও সুযোগ দেননি ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। শেষ অবধি রবীন্দ্র জাদেজার সঙ্গে ঝড়ো ইনিংস খেলে রানের পাহাড় গড়েন বিরাট।