ভারতের বিরুদ্ধে লজ্জার হার শ্রীলঙ্কার। মুম্বইতে বিশ্বকাপের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে সেমিফাইনালে রোহিত শর্মার ভারত। মাত্র রানেই শেষ শ্রীলঙ্কা। তাসের ঘরের মতো ভেঙে গেল শ্রীলঙ্কার ইনিংস। একটা সময় মনে হচ্ছিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রানের রেকর্ড ছিল কানাডার। সেই রেকর্ড ভেঙে লজ্জার নতুন রেকর্ড গড়ে ফেলবেন পথুম নিশাঙ্কারা। তবে কোনও মতে সেই লজ্জা এড়ায় শ্রীলঙ্কা।
শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ভারতের হাতে। দ্বিতীয় বলে রোহিত শর্মা আউট হলেও বড় রান করতে সমস্যা হয়নি। বিরাট কোহলি, শুভমন গিল, পরের দিকে শ্রেয়াস আইয়ারও দারুণ ব্যাট করেন। যদিও কোনও ব্যাটারই শতরান করতে পারেননি। সেঞ্চুরির সবচেয়ে কাচেহে চলে এসেছিলেন শুভমন গিল। ৯২ বলে ৯২ রান করে স্লোয়ার বাউন্সার বল থার্ড ম্যানের দিকে খেলতে গিয়ে খোঁচা দিয়ে ফেলেন। ফিরতে হয় তাঁকে। মনে করা হচ্ছিল, বিরাট কোহলি হয়ত বৃহস্পতিবার সচিন তেন্ডুলকরের সামনেই তাঁর রেকর্ড ছুঁয়ে ফেলবেন। তবে তা হয়নি। ৯৪ বলে ৮৮ রান করে আউট হন তিনি।
এদিন নিজের ফর্ম ফেরত পান শ্রেয়াস আইয়ার। ৫৬ বলে করেন ৮২ রান। তিনটে চার আর ছ'টা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। রানের গতি বাড়াতে গিয়ে আউট হন তিনি। ভারতের রান ৩৫০ পআর করে দেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে তাঁর ফর্ম নিয়েও চিন্তা ছিল। তাও এদিন কেটে গেল। ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। উইকেট হারাতে থাকায় হাত খুলে খেলেননি তিনি। মাত্র ১টা চার ও ১টা ছক্কা মেরেও রান করেন জাড্ডু। ভারতীয় দলের ইনিংস শেষ হয় আট উইকেট হারিয়ে ৩৫৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে লঙ্কার দলে কোনও বিরাট বা গিল ছিলেন না ফলে ম্যাচ ধরতেই পারেনি শ্রীলঙ্কা। দারুণ জায়গায় বল করে একের পর এক উইকেট তুলে নিতে থাকে ভারতের পেসাররা। বল করতে এসেই দুই উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। পরে শামি এসেও একইভাবে শাসন চালিয়ে যান। কেউই রান করতে পারেননি। একাই পাঁচ উইকেট তুলে নেন শামি।