scorecardresearch
 

ICC World Cup 2023 Sara Tendulkar Shubman Gill: ওয়াংখেড়েতে 'সারা সারা' স্লোগান, গিলকে কী ইঙ্গিত করলেন বিরাট?

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে ভারতীয় দল বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে। টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফর্ম করলেও, এই ম্যাচ চলাকালীন আলোচনার কেন্দ্রে ছিল, শুভমন গিল ও সারা তেন্ডুলকরের সম্পর্ক। মুম্বইয়ের দর্শকরা রীতিমত সারাকে 'ভাবি' বলে ডাক্তে শুরু করে দেন। আর সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement
সারা তেন্ডুলকর ও শুভমন গিল সারা তেন্ডুলকর ও শুভমন গিল

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে ভারতীয় দল বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে। টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফর্ম করলেও, এই ম্যাচ চলাকালীন আলোচনার কেন্দ্রে ছিল, শুভমন গিল ও সারা তেন্ডুলকরের সম্পর্ক। মুম্বইয়ের দর্শকরা রীতিমত সারাকে 'ভাবি' বলে ডাক্তে শুরু করে দেন। আর সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

মুম্বইতে ম্যাচ ফলে অনেক সেলিব্রিটি খেলা দেখতে এসেছিলেন, যার মধ্যে ছিলেন আথিয়া শেঠি এবং অহান শেঠি, শাহিদ কাপুর, কুনাল খেমু, সোহা আলি খান। সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরও ম্যাচ দেখতে এসেছিলেন। টিম ইন্ডিয়াকে চিয়ার করতে থাকেন তিনি। ম্যাচ চলাকালীনই ক্রিকেট ভক্তরা বিভিন্ন ধরণের স্লোগান তুলছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি ভারত-শ্রীলঙ্কার ম্যাচের বলে দাবি করা হচ্ছে। এর আগে মুম্বইয়ে অনুষ্ঠিত জিও ইভেন্টে শুভমান গিল এবং সারা টেন্ডুলকারকে একসঙ্গে দেখা গিয়েছিল।

ইভেন্টে সারাকে দেখা যায় লাল পোশাকে। শুভমান গিলকে দেখা যায় কালো ব্লেজারে।  এদিকে পাপারাজ্জিদের দেখে হঠাৎ থেমে যান শুভমান গিল ও সারা টেন্ডুলকার। এরপর কিছুক্ষণ পর তিনি বেরিয়ে আসেন। আসলে, ভক্তরা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে টিম ইন্ডিয়ার মনোবল বাড়াতে এসেছিলেন সারা। সেই সময়ে, তাঁকে শুভমান গিলের শট দেখে ও অসাধারণ ক্যাচ দেখে উল্লাস করতে দেখা গিয়েছে।

এই ম্যাচে শুরুতে ব্যাট করে ভারত বিরাট টার্গেট দেয় শ্রীলঙ্কার সামনে। বিরাট কোহলি (৮৮), শুভমান গিল (৯২), শ্রেয়াস আইয়ার (৮২) টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের পর, মহম্মদ শামি (৫/১৮), মহম্মদ সিরাজ (৩/১৬) এবং জসপ্রীত বুমরা (১/১)। দারুণ বোলিং করেছেন। এর জেরে মাত্র ৫৫ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। রেকর্ড ব্যবধানে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে টিম ইন্ডিয়া। এই ম্যাচে হারের পর শ্রীলঙ্কার সেমিফাইনালের আশা আরও কমে গেল। ভারতের হয়ে ফর্মে ফিরলেন শ্রেয়াস আইয়ার ও মহম্মদ সিরাজ। 

Advertisement

Advertisement