বিশ্বকাপে দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে হারানোর পর, নেদারল্যান্ডসের বিরুদ্ধেও বড় ব্যবধানে জয় পেয়েছে কিউয়িরা। সেই ম্যাচে দারুণ ক্যাচ ধরে ভাইরাল ট্রেন্ট বোল্ট। খোদ আইসিসিও মনে করে এটাই এখনও অবধি টুর্নামেন্টের সেরা ক্যাচ।
সোশ্যাল মিডিয়ায় এই ক্যাচের ভিডিও শেয়ার করেছে আইসিসি। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অবিশ্বাস্য ক্যাচ ধরেন বোল্ট। নেদারল্যান্ডসের ইনিংসের ১৭ ওভার চলাকালীন এমন কাজ করে দেখান কিউয়ি ফাস্ট বোলার। সেই সময় ডাচ অলরাউন্ডার বাস দে লিডি ২৫ বলে ১৮ রানে ব্যাট করছিলেন। রানের গতি বাড়াতে রচিন রবীন্দ্রর বলে কভারের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টা করেন ডাচ ব্যাটার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা বোল্ট বুঝে গিয়েছিলেন সাধারণ ভাবে ক্যাচ ধরতে গেলে হবে না। বল বাউন্ডারির বাইরেই চলে যাবে। সেই কারণেই প্রথমে বল ধরে তা উপরে ছুড়ে মারেন বোল্ট। সেই সময় তিনি বাউন্ডারির বাইরে চলে যান। এরপর ভেতরে ঢুকে এসে নিজের ভারসাম্য বজায় রেখে ক্যাচ ধরেন বোল্ট। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একজন ফাস্ট বোলারের পক্ষে এমন ক্যাচ নেওয়ার ঘটনা সত্যি বিরল।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩২২ রান তোলে নিউজিল্যান্ড (New Zealand vs Netherlands)। ৭ উইকেট হারিয়ে এই রান করে কিউয়িরা। ডেভন কনওয়ে ও উইল ইয়ং আগের ম্যাচের মতো শুরুতে ব্যাট হাতে ঝড় তুলতে পারেননি। প্রথম দুই ওভারে কোনও রানই করতে পারেননি দুই ওপেনার। ১২.১ ওভারে দলের রান যখন ৬৭ তখনই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৩২ রান করে ফেরেন কনওয়ে। ভ্যান ডার মারউইয়ের বলে বাস দি লিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
তবে রাচিন রবীন্দ্র ক্রিজে গিয়ে পরিস্থিতি সামলে দেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি ক্রিকেটার বলে দিয়েছেন যে, এবারের বিশ্বকাপে চমক দেবেন ভারতীয় বংশোদ্ভূত রাচিন। সোমবার হায়দরাবাদে ৫১ বলে ৫১ রান করে ডাচ শিবিরে পাল্টা লড়াই পৌঁছে দিলেন। অন্য প্রান্ত থেকে ইয়ং ৮০ বলে ৭০ রানের ইনিংস খেলে গেলেন। তিনিই নিউজ়িল্যান্ড দলের সর্বোচ্চ স্কোরার। চার নম্বরে নেমে ৪৭ বলে ৪৮ করে গেলেন ডারিল মিচেল। কেন উইলিয়ামসন এই ম্যাচেও খেলেননি। নিয়মিত অধিনায়কের পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। নিজে ব্যাট হাতে দায়িত্ব নিলেন সোমবার। ৪৬ বলে ৫৩ রান করলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটারই রান পেলেন।
জবাবে ব্যাট করতে নেমে ২২৩ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ৯৯ রানে হেরে যায় ডাচরা। সর্বোচ্চ স্কোর কলিন অ্যাকারম্যানের। পরপর ২ ম্যাচ হেরে চাপে ডাচরা। ১৭ বলে অপরাজিত ৩৬ রান করে দলকে তিনশো পার করে দেন মিচেল স্যান্টনার। ডাচ বোলারদের মধ্যে আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন ও মারউই ২টি করে উইকেট নেন।