মাঠের ম্যাচ হেরে ময়দানের বাইরের লড়াই শুরু করে দিল পাকিস্তান। আইসিসি-র কাছে ভারতীয় দর্শকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আহমেদাবাদের সমর্থকদের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ করেছে জাকা আশরাশদের বোর্ড।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে হায়দরাবাদে ভারতের আতিথেয়তা দেখে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছিলেন বাবর আজমরা। হায়দরাবাদ বিমানবন্দরে তাদের স্বাগত জানানো থেকে শুরু করে তাঁদের হোটেল ও স্টেডিয়ামে অতিথি আপ্যায়ন করা হয়েছে। বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা একাধিকবার জানিয়েছেন হায়দরাবাদে তাঁরা পাকিস্তানের মত অভ্যর্থনা পেয়েছেন। তবে বিশ্বকাপ শুরু হওয়ার পর বিশেষ করে ভারতের বিরুদ্ধে হারের পর হঠাৎ কী হল?
অভিযোগে পিসিবি জানিয়েছে, পাকিস্তানের প্লেয়ারদের কটাক্ষ করেছেন অহমেদাবাদের সমর্থকরা। বাবর আজমকে টসের সময় কটাক্ষ করা হয়েছে এবং দর্শক আসন থেকে জয় শ্রী রাম বলা হয়েছে। মহম্মদ রিজওয়ান যখন প্যাভিলিয়নে ফিরছিলেন সেই সময় তাঁকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে পাকিস্তানের সাংবাদিক ও সমর্থকদের ভিসা দেয়নি ভারত সরকার। ফলে পাকিস্তানের নাগরিকত্ব থাকা সাংবাদিক ও সমর্থকরা পাকিস্তানের ম্যাচ দেখতে মাঠে হাজির থাকতে পারছেন না।
পাকিস্তান ক্রিকেট ট্যুইট করে জানিয়েছে, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড ICC-র কাছে একটা অভিযোগ জমা দিয়েছে সাংবাদিক ও পাকিস্তানের সমর্থকদের ভিসা দিতে দেরি করার জন্য। পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে অপ্রত্যাশিত আচরণের জন্যও PCB অভিযোগ দায়ের করেছে।' শনিবারের এই ম্যাচ দেখতে এসেছিলেন পাক বোর্ডের কর্তা জাকা আশরাফ।
শুধু তাই নয়, এর আগে সাংবাদিকদের সামনে তোপ দেগেছেন পাক দলের মিকি আর্থার। আর্থার বলেছিলেন- এটা মনে হচ্ছে বিসিসিআই-এর টুর্নামেন্ট, আইসিসি টুর্নামেন্ট নয়। বিশ্বকাপকে দ্বিপাক্ষিক সিরিজ ভাববেন না। আমি স্টেডিয়ামে 'দিল দিল পাকিস্তান' শুনিনি।' এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। ইএসপিএনক্রিকইনফো অনুসারে, আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে আর্থারের সমালোচনাকে খুব একটা গুরুত্ব দেননি এবং বলেছিলেন যে এটি প্রতিবারই ঘটে। বার্কলে বলেন- 'প্রতিটি ক্ষেত্রেই নানা ধরনের সমালোচনা হয়। আমরা এসব দেখব এবং সেগুলো নিয়ে কাজ করব, আরও ভালো করার চেষ্টা করব।'