বিশ্বকাপে তো বটেই, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এবারই প্রথম বিশ্বকাপে দুই ম্যাচে জয় পেয়ে গেল আফগানিস্তান। ৮ উইকেটে এই ম্যাচ হারের পর ভেঙে পড়েছেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। ম্যাচের পর দলের বোলারদের নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।
বাবর আজম পরাজয়ের জন্য বোলারদের দায়ী করেছেন। তিনি মনে করেন মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ হওয়াতেই হারতে হয়েছে। সোমবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে ২৮২ রান করে। এরপর, আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে ৪৯ ওভারে দুই উইকেট হারিয়ে ২৮৬ রান করে ফেলে।
ম্যাচের পর বাবর বলেন, 'আমরা ভালো রান করেছি, কিন্তু বোলিংয়ে আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। কারণ আমরা মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। বিশ্বকাপে, আপনি যদি দলের একটি বিভাগেও ভালো পারফর্ম না করতে পারে তা হলে ম্যাচ হারতেই হবে।'
তিনি আরও বলেন, 'আমরা বোলিংয়ে ভালো শুরু করেছি কিন্তু উইকেট নিতে পারিনি। জয়ের পুরো কৃতিত্ব আফগানিস্তানের। আমরা ভালো ক্রিকেট খেলছি না, বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে আমাদের পারফরম্যান্স ভালো নয়। দ্বিতীয় ইনিংসে স্পিনাররা পিচ থেকে সহায়তা পেলেও আফগান ব্যাটসম্যানদের উপর চাপ বাড়াতে পারিনি।'
বাউন্ডারি আটকাতে ব্যর্থ, দিয়েছেন অপ্রয়োজনীয় রান
দলের ফিল্ডারদেরও দায়ী করেছেন বাবর এ সময় আরও বলেন, মাঠে আমরা বাউন্ডারি ঠেকিয়ে রান আটকাতে পারিনি মাঝের ওভারগুলোতে লেংথে বল করিনি, বিশেষ করে আমাদের স্পিনাররা। আমরা ব্যাটসম্যানদের চাপে রাখতে পারিনি।'
ম্যাচটা শুরু থেকেই আমাদের হাতে ছিল: হাশমতুল্লাহ শহীদি
পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি খুব খুশি। তিনি বলেন, তার দল পেশাদার দলের মতো খেলেছে। শাহিদি বলেন, 'এই জয়টা অসাধারণ। আমরা পেশাদার দলের মতো লক্ষ্য তাড়া করেছি। আমরা গত কয়েক বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমাদের বোলিং আজ ভালো ছিল। ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হাতে ছিল।'