scorecardresearch
 

ICC World Cup 2023 Pakistan Semi Final Hope: ভাগ্যও সঙ্গ দিচ্ছে না বাবরদের, ম্যাচ শুরু হতেই শেষ পাকিস্তানের আশা

ম্যাচ শুরু হওয়ার আগেই বিশ্বকাপ সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে গেল পাকিস্তানের। এমন ম্যাচে জিততে হলে, দুর্দান্ত খেলতে যেমন হয়, তেমন পেতে হয় ভাগ্যের সাহায্যও। সেটাই শনিবার পেলেন না বাবর আজমরা। 

Advertisement
পাকিস্তান দল পাকিস্তান দল

ম্যাচ শুরু হওয়ার আগেই বিশ্বকাপ সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে গেল পাকিস্তানের। এমন ম্যাচে জিততে হলে, দুর্দান্ত খেলতে যেমন হয়, তেমন পেতে হয় ভাগ্যের সাহায্যও। সেটাই শনিবার পেলেন না বাবর আজমরা। 

পাকিস্তান দল আগে ফিল্ডিং পাওয়ায় অঙ্ক আরও কঠিন হল। ইংল্যান্ড ১০০ রান তুললে পাকিস্তানকে তা তাড়া করে ফেলতে হবে মাত্র ২.৫ ওভারের মধ্যে। যা অসম্ভব। তবুও শেষ অবধি লড়াই করার অঙ্গীকার বাবরের গলায়। পাক ক্যাপ্টেন টসে হেরে বলেন, 'আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম, কিন্তু টস আমাদের হাতে নেই। আমাদের ভালো বোলার আছে এবং আমরা ইংল্যান্ডকে দ্রুত আউট করতে চাই। আজ হাসান আলি খেলছেন না এবং তাঁর জায়গায় শাদাব খান এসেছেন। আমরা ফখরের ব্যাটিংয়ের অপেক্ষায় আছি। আমরা যথা সাধ্য চেষ্টা করবো।'

এর ফলে নিশ্চিত হয়ে গেল ভারত ও নিউজিল্যান্ড মুম্বইতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। টসে জিতে এদিন ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার বলেন, ' এই উইকেটটা বেশ ভালো, কিছুটা শুষ্ক দেখাচ্ছে, তাই প্রথমে ব্যাট করে নিতে চাই। আমাদের দলে কোনও বদল নেই।' 

ইংল্যান্ড (প্লেয়িং ইলেভেন): জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (ডব্লিউ/সি), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ
পাকিস্তান (প্লেয়িং ইলেভেন): আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।  

Advertisement