scorecardresearch
 

ICC World Cup 2023 Bangladesh VS Pakistan: পাকিস্তানের কাছেও হার, বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

ইডেনে পাকিস্তানের বিরুদ্ধেও হার বাংলাদেশের। মঙ্গলবার বাবর আজমদের কাছে সাত উইকেটে হেরে গেলেন শাকিব আল হাসানরা। টসে জিতে এদিন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করলেও তা আর হয়নি। 

Advertisement
পাকিস্তান দল পাকিস্তান দল

ইডেনে পাকিস্তানের বিরুদ্ধেও হার বাংলাদেশের। মঙ্গলবার বাবর আজমদের কাছে সাত উইকেটে হেরে গেলেন শাকিব আল হাসানরা। টসে জিতে এদিন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করলেও তা আর হয়নি। 

পরপর উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০৪ রানে। যদিও মহমাদুল্লাহ ও শাকিব আল হাসান কিছুটা চেষ্টা করলেও তাঁরা আউট হতেই এক এক করে সমস্ত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ইডেনের উইকেট ব্যাটারদের জন্য দারুণ। সেই উইকেটেও বাংলাদেশ রান করতে না পারায় অবাক বিশেষজ্ঞরাও। লিটন দাস ছাড়া কোনও ব্যাটারই রান পাননি। লোয়ার অর্ডারে মহমাদুল্লাহ ৭০ বলে ৫৬ রান করলেও সেঞ্চুরি পাননি। ৪৬ তম ওভারেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

কখনোই প্রভাব দেখাতে পারেনি বাংলাদেশ। কখনোই মনে হয়নি ৩০০-র কাছাকাছি রান নিয়ে যাবেন বাংলাদেশ ব্যাটাররা। স্পিনাররা মার খেলেও পেসাররা বল করতে এলেই উইকেট তুলে নিয়েছেন পাক বোলাররা। ৩ উইকেট নেন শাহিন। ৩ উইকেট তুলে বাংলাদেশের লোয়ার অর্ডার ভেঙে দিয়েছেন মহম্মদ ওয়াসিমও। ২ উইকেট হ্যারিস রাউফের। একটা করে উইকেট ইফতিকার ও উসামা মিরের।  

আরও পড়ুন

জবাবে ব্যাট করতে নেমে বিশেষ সমস্যায় পড়তে হয়নি পাকিস্তানকে। ওপেনাররাই জয়ের দোরগোড়ায় নিয়ে যান বাবরদের। শেষ অবধি দুই ওপেনারের উইকেট হারালেও জিততে সমস্যা হয়নি। ৬৯ বলে ৬৮ রান করে আউট হন আব্দুল্লাহ শফিক। ফকর জামান আউট হন ৭৪ বলে ৮১ রানের ইনিংস খেলে। এদিন ব্যর্থ হয়েছেন বাবর আজম। তিনি ৯ রান করে আউট হন।  

Advertisement