World Cup 2023 Semifinal: বিশ্বকাপের মোটামুটি অর্ধেক শেষ হয়ে গিয়েছে। বেশ কিছু অঘটনের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। তার মধ্যে আবার কয়েকটি বড় দল হারতে হারতে খাদের কিনারে দাঁড়িয়েছে। খাতায় কলমে তাদের সেমিতে যাওয়ার সুযোগ থাকলেও, আসলে তা প্রায় না এর শামিল। এই পরিস্তিতিতে কোন চারটি দল সেমিতে যাবে তা অনেকটা পরিষ্কার হলেও নিশ্চিত নয়। তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আরও দু'তিনটি দল। পরের ম্যাচগুলিতে সামান্য রদবদল হলে অনেক অঙ্ক বদলে যেতে পারে।
বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড যে বিদায় নিচ্ছে তা একপ্রকার নিশ্চিত। শ্রীলঙ্কার ম্যাচ জিতে জমিয়ে দিয়েছে আফগানিস্তান। তাদের ৬ ম্যাচে ৩ টি জয় নিয়ে ৬ পয়েন্ট। আর এক-দুটি ম্যাচ জিতলে তারাও যেতে পারে সেমিতে। তাদের একটাই আক্ষেপ থাকবে বড় তিন দলকে হারালেও বাংলাদেশের কাছে হার। বাংলাদেশ একমাত্র আফগানদেরই হারিয়েছে একমাত্র।
এর মধ্যে এশিয়ার দ্বিতীয় বড় দল ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে নিয়ে অনেকের উৎসাহ রয়েছে। যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে তারা বিদায় নিয়েছে। টানা ৪ হারে বিপর্যস্ত পাকিরা। এর মধ্যে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। তাদের কাছে ডু অর ডাই ম্যাচ। তবে অঙ্ক বলছে পাকিস্তানের সামনে এখনও সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে। যা করে দিয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। আসুন দেখে নিই কোন অঙ্কে সেমিতে খেলতে পারে সিন্ধুপারের বাসিন্দারা।
পাকিস্তানকে কটি ম্যাচ জিততে হবে?
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরেও অবশ্য একটি আশা এখনও বেঁচে রয়েছে। তবে সেই অঙ্ক বড় জটিল। এখন পাকিস্তানকে নিজেদের বাকি ৩ ম্যাচে পরিষ্কার জিততে হবে। এরপর শুরু আসল অঙ্ক। অন্যান্য দলের ফলাফলের উপরও নির্ভর করে থাকতে হবে। পাকিস্তান ৬ টি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে মাত্র ২ টিতে জিতেছে। ৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবলের ৬-এ রয়েছে তারা। তাদের এখন বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ বাকি। যে ৩ ম্যাচ তাদের সবার আগে জিততেই হবে। এবার প্রশ্ন হল যে কোন সমীকরণে তাহলে পাকিস্তান এই অসাধ্যসাধন করতে পারবে? আসুন, একবার দেখে নিই সেই অঙ্ক।
পাকিস্তানের সেমির অঙ্ক
একাধিক অঙ্ক রয়েছে বাবরদের সেমিফাইনালে যাওয়ার জন্য। প্রথম শর্ত ছিল আফগানিস্তানকে শ্রীলঙ্কার সঙ্গে জিততে হবে।যেটি ঘটে গিয়েছে। দ্বিতীয় শর্ত ছিল ভারতকে জিততে হতো ইংল্যান্ডের বিরুদ্ধে। সেটিও মিলে গিয়েছে। এবার বাকি থাকা ম্যাচের মধ্যে বাংলাদেশকে হারতে হবে নেদারল্যান্ডসের সঙ্গে। শ্রীলঙ্কাকে হারতে হবে ভারতের কাছে। অস্ট্রেলিয়াকে হারাতে হবে ইংল্যান্ডকে। শ্রীলঙ্কাকে হারতে হবে নিউজিল্যান্ডের কাছে। এর মধ্য়ে এখন ইংল্যান্ডের বর্তমান ফর্মে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন। তবে অসম্ভব নয়। এখন দেখার এতগুলি ঘটনা পাকিস্তানের পক্ষে যায় কি না, ইতিমধ্যেই কঠিন অঙ্ক কিন্তু মিলতে শুরু করেছে।