একটাও ম্যাচ না হেরে বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর কি এবার রোহিত শর্মা (Rohit Sharma) জিতে নেবেন বিশ্বসেরার খেতাব? রোহিতের ঘরের মাঠ মুম্বইতে খেলা বুধবার। প্রতিপক্ষ গতবারের মতোই সেই নিউজিল্যান্ড। তবে এবারের চিত্র অনেকটাই আলাদা। টানা নয় ম্যাচ দাপটের সঙ্গে জিতে সেমিফাইনালে উঠে গিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মার কাছে এটাই কি শেষ সুযোগ বিশ্বকাপ জেতার? মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড।
সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত শর্মার ছোটবেলার কোচ বলেন, 'এটাই সম্ভবত রোহিতের শেষ বিশ্বকাপ। যেভাবে রোহিত এগোচ্ছে তাতে পরের বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪০। সাধারণত ওই বয়সে ভারতের কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলে না। তাই আমার মনে হয় এটাই রোহিতের শেষ বিশ্বকাপ।' ২০১১-র বিশ্বকাপে দলে ছিলেন না রোহিত। তাই এবারের বিশ্বকাপটা রোহিতের কাছে স্পেশাল। মনে করেন দীনেশ। রোহিতের কোচ বলেন, 'দেশের জন্য রোহিত এই বিশ্বকাপটা জিততে চাইবে। কারণ ২০১১ সালে বিশ্বকাপ দলে ও ছিল না।আমি সবথেকে বেশি খুশি হব রোহিত বিশ্বকাপ জিতলে।'
টিম ইন্ডিয়ার এই বিজয়রথের নেপথ্যে কিন্তু রয়েছে রোহিত শর্মার ব্যক্তিগত সাফল্যও। তাঁর ব্য়াটিং, ভারতীয় দলের বাকি ব্যাটারদের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে। বড় ইনিংস খেলার সুযোগ না পেলেও ছোট ইনিংসেই ভারতের হয়ে শুরুটা মারকাটারি করেছেন তিনি। ৯ ম্য়াচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫০৩ রান। যার মধ্যে রয়েছে তিনটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। রোহিতের নিঃস্বার্থ ব্যাটিং নিয়েও অনেক কথা হয়েছে।
ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ডও ভেঙে ফেলেছেন রোহিত শর্মা। ২০০৩ বিশ্বকাপে সৌরভ করেছিলেন ৪৬৫ রান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে দিলেন হিটম্যান। রবিবার ডাচদের বিরুদ্ধে ৬১ রানের ইনিংস খেলে দলকে পাহাড় প্রমাণ স্কোর খাড়া করতে সাহায্য করেন ক্যাপ্টেন।