সোমবার পাকিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ে দারুণ জয় পেয়েছে আফগানিস্তান। এবারের বিশ্বকাপে এর আগেও 'অঘটন' ঘটিয়েছে অজয় জাদেজার আফগানিস্তান। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিলেন রশিদ খান, মহম্মদ নবীরা। বিশ্বকাপের আগে নেওয়ার পরেই দলটাকে একেবারে বদলে ফেলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।
আফগানিস্তানের জয়ে দারুণ খুশি ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। সচিন তেন্ডুলকর আবার রশিদদের এই জয়ের কৃতিত্ব দিচ্ছেন মেন্টর অজয় জাদেজাকেই। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,'এই বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স সামান্য কিছু নয়। ব্যাট হাতে তাদের শৃঙ্খলা, তারা যে মেজাজ দেখিয়েছে এবং উইকেটের মধ্যে আক্রমণাত্মক মনোভাব এবং তাদের কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। এটি সম্ভব হয়েছে সম্ভবত মিস্টার অজয় জাদেজার জন্য।' তিনি এর শেষে মজার একটি ইমোজি দেন। বর্তমানে অজয় জাদেজা আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর ভূমিকা পালন করছেন।
পাশাপাশি সচিন মনে করেন এই দুই ম্যাচ জয়ের ফলে, আফগানিস্তান ক্রিকেটের ন্তুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল। মাস্টার ব্লাস্টার আরও লেখেন, 'শক্তিশালী বোলিং লাইনআপ যেমন ইংল্যান্ড এবং পাকিস্তানের মতো দলগুলির বিরুদ্ধে তাদের জয়, একটি নতুন আফগানিস্তান দলের উত্থানের ইঙ্গিত দিল বলা যায়। নজরে রাখছে ক্রিকেট বিশ্ব। খুব ভালো।'
মাত্র তিন সপ্তাহ আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন জাদেজা। তারপর থেকেই দারুণ ছন্দে আফগানরা। বিশ্বের তাবড় তাবড় দল যখন একের পর এক ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে, ঠিক সেই সময়ই নিজেদের শেষ চারের লড়াইয়ে টিকিয়ে রেখেছে আফগানরা। এই সাফল্যের কৃতিত্ব দাবি করতেই পারেন আফগানদের ভারতীয় মেন্টর। সোমবারের ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলতে শুরু করে দিয়েছে, পাকিস্তান আসলে বিশ্বকাপে আটবার নয়, ৯ বার হেরেছে ভারতের কাছে। ভারতীয় দল আটবার পাকিস্তানকে হারালেও, আফগানদের ডাগ আউটে বসে থাকা ভারতীয় জাদেজার জন্যই এমনটা বলতে শুরু করেছেন তাঁরা।