scorecardresearch
 

ICC World Cup 2023 India VS New Zealand: আজ টসে জিতলে ব্যাট না বল নেওয়া উচিত ভারতের? হেডেন-ওয়াকারদের মতে...

সেমিফাইনালে ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতলে ব্যাট না ফিল্ডিং কী নেওয়া উচিত? উত্তেজনায় কাঁপতে থাকা ভারতীয় ফ্যানদের প্রায় প্রত্যেকের মনেই এই প্রশ্ন। একে সেমিফাইনাল তার উপর আবার বদলা নেওয়ার সুযোগ। রোহিত শর্মারা রান তাড়া করতে নেমে বরাবারই স্বাচ্ছন্দ্য। ভারতীয় দল শুরুতে ব্যাট করেও সাফল্য পেয়েছে।

Advertisement
কেন উইলিয়ামসন ও রোহিত শর্মা কেন উইলিয়ামসন ও রোহিত শর্মা

সেমিফাইনালে ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতলে ব্যাট না ফিল্ডিং কী নেওয়া উচিত? উত্তেজনায় কাঁপতে থাকা ভারতীয় ফ্যানদের প্রায় প্রত্যেকের মনেই এই প্রশ্ন। একে সেমিফাইনাল তার উপর আবার বদলা নেওয়ার সুযোগ। রোহিত শর্মারা রান তাড়া করতে নেমে বরাবারই স্বাচ্ছন্দ্য। ভারতীয় দল শুরুতে ব্যাট করেও সাফল্য পেয়েছে।

টসে জিতলে কী করা উচিত?
অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শ্যেন ওয়াটসন মনে করেন, টসে জিতলে আগে ব্যাট করা উচিত। সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াটসন বলেন, 'রাতে বল কিছুটা স্যুইং বেশি করতে পারে। সেই কারণে আগে ব্যাট করে নেওয়াই ভালো।' পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াকার ইউনিসও মত একই। তিনি বলেন, 'রোহিতের উচিত আগে ব্যাট নেওয়া। ব্যাট নিলে চাপ কিছুটা কম হবে। চেজ করতে গিয়ে বেশি চাপ নেওয়া ঠিক হবে না। দলের ফাস্ট বোলিং বা স্পিন দুইই বেশ ভালো। ফলে ডিফেন্ড করতে সমস্যা হবে না।'

ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'ভারতীয় দলের উচিত আগে ফিল্ডিং করা। ভারতীয় দল ভালো রান তাড়া করতে পারে। বিরাট কোহলি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। রান তাড়া করার সময় বেশি সফল। প্রথম ১০-১৫ ওভারে যদি উইকেট না হারায় তা হলে ভারত যে কোনও টার্গেট তাড়া করতে পারে।' 

আরও পড়ুন

উইকেট কেমন হতে পারে?
ওয়াংখেড়ের পিচে বল বাউন্স করে ফলে কিছুটা সুবিধা পেতে পারেন ভারতীয় ব্যাটাররা। রোহিত শর্মা বা বিরাট কোহলিরা বল ব্যাটে এলে সুবিধা হবে। তবে শোনা যাচ্ছে, স্লো পিচ হতে পারে। সেক্ষেত্রে পরের দিকে রান করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। 

কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ বিনা পয়সাতেই উপভোগ করতে পারবেন ক্রিকেট ফ্যানরা। যদিও তার জন্য মোবাইলে থাকতে হবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ। টিভিতেও দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল লড়াই। ভারতীয় সময় দুপুর দেড়টায় হবে টস। দু'টোর সময় শুরু হবে ম্যাচ। ওয়াংখেড়ের উইকেটে বাউন্স থাকবে। ফলে কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারেন কিউয়ি পেসাররা।  

Advertisement

Advertisement