বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ভারতীয় দল টানা নয় ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি। ব্যাট বা বল হাতে নয়, ভারতের স্পিডস্টার গড়তে চলেছেন অন্য এক নজির।
ভারতের হয়ে বিশ্বকাপে ১০০টি ম্যাচ খেলে ফেলবেন শামি। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শততম ম্যাচে নামছেন তিনি। ভারতীয় দলে বিশ্বকাপের শুরু থেকে জায়গা পেলে অনেক আগেই হয়ত এই রেকর্ড ছুঁয়ে ফেলতে পারতেন বাংলার পেসার। তবে তা হয়নি। সেই কারণেই বেঙ্গালুরুতে নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৯৯ তম ম্যাচটা খেলে ফেলেছেন তিনি। এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন শামি। দু’বার ৫ উইকেট পেয়েছেন। এক দিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই এখন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পান। সেই সময় থেকেই ভারতীয় দলে জায়গা হয় শামির। বিশ্বকাপ থেকে হার্দিক ছিটকে যাওয়ায়, এই জায়গা আরও পোক্ত হয় তাঁর। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতার পর দলে আর কোনও পরিবর্তন করেননি রোহিত শর্মা বা রাহুল দ্রাবিড়রা। গ্রুপ পর্বে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ধর্মশালায় শামি ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। আর বুধবার সেই কিউয়িদের বিরুদ্ধেই বিশ্বকাপের শততম ম্যাচে নামছেন শামি।
বুধবার ওয়াংখেড়েতেও তিনি রোহিত শর্মার তুরুপের তাস হতে পারেন। শামি ম্যাচের যে কোনও পরিস্থিতিতেই উইকেট তুলতে দক্ষ। বাংলার জোরে বোলার নিশ্চিত ভাবে চেষ্টা করবেন নিজের ১০০তম এক দিনের ম্যাচকে স্মরণীয় করে রাখতে।
কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ বিনা পয়সাতেই উপভোগ করতে পারবেন ক্রিকেট ফ্যানরা। যদিও তার জন্য মোবাইলে থাকতে হবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ। টিভিতেও দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল লড়াই। ভারতীয় সময় দুপুর দেড়টায় হবে টস। দু'টোর সময় শুরু হবে ম্যাচ। ওয়াংখেড়ের উইকেটে বাউন্স থাকবে। ফলে কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারেন কিউয়ি পেসাররা।