আহমেদাবাদে শনিবারের মহারণে নামছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে কি পাওয়া যাবে ডেঙ্গি আক্রান্ত শুভমন গিলকে? এটাই প্রশ্ন ছিল সাধারণ ফ্যানদের। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য দলের সঙ্গে দিল্লি যাননি গিল। তার মধ্যেই খবর পাওয়া যায়, প্লেটলেট কমে যাওয়ায় চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। তবে ছাড়া পেয়েছেন তিনি।
গিল কি খেলতে পারবেন?
ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর স্বীকার করে নিয়েছেন গিলের হাসপাতালে ভর্তি হওয়ার খবর। তিনি বলেন, ' শুভমন দ্রুত সুস্থ হয়ে উঠছে। হাসপাতাল থেকে হোটেলে ফিরে এসেছে। মেডিক্যাল টিম ওর উপর নজর রাখছে। আমাদের নিয়মিত পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে।' আমেদাবাদের বড় ম্যাচের আগেই কি সেটা হবে? তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। সূত্রের খবর, আজ চেন্নাই থেকে বিশেষ বিমানে আহমেদাবাদ রওনা দেবেন ভারতীয় ওপেনার। বৃহস্পতিবার দিল্লি থেকে পাকিস্তান ম্যাচ খেলতে আহমেদাবাদ যাবে রোহিত বাহিনী। বুধবার তাই চেন্নাই থেকে সরাসরি আহমেদাবাদে গিলকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে বিশ্রাম করবেন তিনি।
সূত্রের খবর, এখনও অবধি ৭০ থেকে ৮০ শতাংশ ফিট হয়েছেন। এখনও কিছুটা সময় লাগবে। তারপর ব্যাট হাতে অনুশীলনেও নামতে দেখা যেতে পারে তাঁকে। সোমবার বিকেলে চেন্নাইতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে মঙ্গলবারই ছেড়ে দেওয়া হয়। প্লেটিলেট কমায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বেশ ভালভাবেই সুস্থ হচ্ছেন ভারতীয় ওপেনার শুভমান গিল।
'গিলকে না পাওয়া বড় ক্ষতি'
গিলকে না পাওয়া যে ভারতীয় দলের বড় ক্ষতি তা মেনে নিচ্ছেন ভারতের ব্যাটিং কোচ। বলেন, 'শুভমনকে না পাওয়া আমাদের ক্ষতি। তবে ইশান আছে বলে চিন্তা কম। ও উপরের দিকেও ব্যাট করতে পারে, আবার নীচের দিকেও ব্যাট করতে পারে। তাই আমাদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা সহজ।' প্রথম ম্যাচে ব্যর্থ হলেও ইশান কিশানের উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিরুদ্ধে তিনিই ওপেন করতে নামবেন। দলে খুব বদল হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তিন স্পিনারকে নিয়েই খেলবে ভারত। দিল্লির উইকেটে রান হচ্ছে। ফলে রানে ফেরার জন্য মুখিয়ে থাকবেন রোহিত শর্মারা।