বিশ্বকাপে তৃতীয় ম্যাচ হেরে গেল নিউজিল্যান্ড। পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিউয়িরা হারল রানে। সেমিফাইনালে ওঠার কাজটা কিছুটা হলেও কঠিন করে ফেললেন টম ল্যাথামরা।
পুনেতে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি করে ফেললেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। ১১৬ বলে ১১৪ রানের ইনিংস খেলেন বাঁ হাতি ব্যাটার। ১০টা চার ও তিনটে ছক্কায় সাজানো তাঁর ইনিংস। তেম্বা বাভুমা যদিও এদিনও ব্যর্থ হয়েছেন । মাত্র ২৮ বলে ২৪ রান করে আউট হন। এরপর ১১৮ বলে ১৩৩ রানের ইনিংস খেলেন রাসি ভ্যান ডার ডুসেন। ৯টা চার আর পাঁচটা ছক্কা মারেন তিনি। শেষদিকে দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নিয়ে যান 'কিলার' মিলার। ডেভিড মিলার করেন ৩০ বলে ৫৩ রান।
৫০ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ৩৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বোলাররা বেধড়ক মার খেলেও, দুই উইকেট নিয়েছেন টিম সাউদি। একটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট ও জিমি নিশাম। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ৯০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে কিউয়িরা।
দুই ওপেনার ডেভন কনওয়ে ২ রান করে আউট হন ও উইল ইয়ং ৩৩ রান করে আউট হন। নিউজিল্যান্ডের কোনও ব্যাটারই সেভাবে দাঁড়াতে পারেননি। ফর্মে থাকা রচিন রবীন্দ্র মাত্র ৯ রান করে আউট হন। ড্যারেল মিশেল ২৪ রান করে ফিরতেই আশা শেষ হয়ে যায়।